মিলার ১০১, দক্ষিণ আফ্রিকা ২১২

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৭:০১ পিএম | ১৬ নভেম্বর, ২০২৩

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের চিত্রটা পরিষ্কার হয়ে গেছে যেন ওই শিরোনাম থেকেই। ডেভিড মিলার করলেন ১০১, আর দক্ষিণ আফ্রিকার বাকি ১০ জন করতে পারলেন মোটে ১১১। প্রোটিয়াদের ব্যাটিং ব্যর্থতার মাঝে দাঁড়িয়ে মিলার খেলেছেন দারুণ এক ইনিংস। আর তাতেই দক্ষিণ আফ্রিকা পেয়েছে ২১২ রানের পুঁজি।

বড় টুর্নামেন্টে বাঁচা মরার লড়াই মানেই যেন দক্ষিণ আফ্রিকার ‘চোকার্স’ অপবাদটার সামনে চলে আসা। সেটা আজও এল। দক্ষিণ আফ্রিকা যেভাবে শুরু করেছিল তাতে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট খুইয়ে বসে দলটা। পাওয়ারপ্লেতে তোলে মাত্র ১৮ রান। পাওয়ারপ্লে শেষ হতেই আরও দুই উইকেট নেই। চোখের পলকে ২৪ রানে ৪ উইকেট খুইয়ে বসে দক্ষিণ আফ্রিকা।

চলতি বিশ্বকাপে দুই অঙ্কে অলআউটের কাটায় একবার পড়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে ৮৭ রানে অলআউট হওয়ার কীর্তিটাও আজ ছাপিয়ে যায় কি না প্রোটিয়ারা, সে আলোচনাও উঠে আসছিল বেশ। 

সেটা হয়নি ডেভিড মিলারের কল্যাণে। তার সেঞ্চুরিতে ভর করেই মূলত দক্ষিণ আফ্রিকার পুঁজিটা গিয়ে ঠেকেছে ২০০'র ওপরে। দলের দুইশোর সঙ্গে সঙ্গে নিজের সেঞ্চুরিও করে ফেলেন মিলার। এরপরই বিদায় নেন তিনি। দক্ষিণ আফ্রিকা শেষমেশ ২১২ রানে ইনিংস শেষ করে। 

খেলার দুনিয়া | ফলো করুন :