বাংলার দর্শকদের সামনে শামির ফেরা নিয়ে বাড়তি আগ্রহ

বাংলার দর্শকদের সামনে শামির ফেরা নিয়ে বাড়তি আগ্রহ

ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে গোটা বিশ্বের মতো ভারতীয় উপমহাদেশেও সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি। চার-ছক্কার উন্মাদনায় দর্শকরা কতটা মেতে উঠেন তা ২০ ওভারের ম্যাচে টের পাওয়া যায়। ভারতীয় পেসার মোহাম্মদ শামি লম্বা বিরতি শেষে টি-টোয়েন্টি দিয়েই ফিরছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে দেখা যাবে তাকে। বাংলার দর্শকদের সামনে শামির ফেরা নিয়ে বাড়তি আগ্রহ!

আগামী ২২ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ দিয়ে ৪৩১ দিন পরে ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন শামি। আর ২২ গজে শামির প্রত্যাবর্তনের ম্যাচটির টিকেট কবে থেকে পাওয়া যাবে তা প্রকাশ করেছে ইডেন কতৃপক্ষ। যেখানে সর্বনিম্ব ৮০০ রুপি থেকে সবোর্চ্চ ২৫০০ রুপিতে মিলবে টিকেট। শামি ফিরবেন তাই টিকটি নিয়েও সবার তুমুল আগ্রহ!

এই মাঠে সর্বশেষ ২০২২ ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিল ভারত। তার প্রায় দু'বছর পর ইডেনে ফিরছে টি-টোয়েন্টি ম্যাচ। সূর্যকুমারদের নেতৃত্বে ভারতীয় দল কলকাতায় পা রাখলে যে উন্মাদনা চরমে উঠবে, সেটা আগেই অনুমেয়।

২০২৩ সালে বিশ্বকাপে ভারতের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন শামি। দীর্ঘ চোট সারিয়ে মাঠে ফিরেছেন গত বছর। বাংলার হয়ে রঞ্জি ট্রফি ও বিজয় হাজারে ট্রফির একাধিক ম্যাচে নিজেতে ছাড়িয়ে গেলেও সদ্য সমাপ্ত বর্ডার-গাভাস্কার ট্রফির দলে সুযোগ পাননি তিনি।

অবশ্য তখন বিসিসিআই বলেছিলো শামিকে নিয়ে তারা কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে চান না, তাকে সময় দিতে চান। তখন অনেকটা অনুমেয় ছিলো আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে খেলানোর কথা ভাবছে বোর্ড। তবে সেখানে জায়গা পাওয়ার বিষয়ে শামির অগ্নিপরীক্ষা হতে পারে ইডেনে। এখানে ভালো করতে পারলে সহজেই এন্ট্রি পাস মিলবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য।

সম্পর্কিত খবর