দলকে নিয়ে গর্বিত আর্তেতা

দলকে নিয়ে গর্বিত আর্তেতা

হারের হতাশা কাটিয়ে আবারো জয়ের ধারায় ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে নর্থ লন্ডন ডার্বিতে টটেনহামকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের লড়াইয়ে আরো একধাপ এগিয়ে গেলো গানার্সরা। দলের এমন ঘুরে দাঁড়ানো পারফর্মেন্সের প্রশংসা না করে পারলেন কোচ মাইকেল আর্তেতা।

এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে যাওয়ার পর গত মঙ্গলবার নিউক্যাসলের কাছেও ২-০ ব্যবধানে হারিয়েছিল দলটি। তাতে বুধবারের ম্যাচটি জিততে মরিয়া হয়ে মাঠে নামে আর্তেতা শিষ্যরা।

শুরুতেই আধিপত্য বিস্তার করলেও ২৫ মিনিটে সন হিয়ুং-মিনের গোলে এগিয়ে যায় স্পাররা। তবে ম্যাচের ৪০ মিনিটে ডমিনিক সোলাঙ্কির আত্মঘাতী গোলে সমতায় ফেরে আর্সেনাল। ৪৪ মিনিটে লিয়ান্দ্রো তোসারের গোল প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে দেয় আর্সেনালকে। শেষ পর্যন্ত চেষ্টার পরেও ব্যবধান কমাতে পারে নি প্যালেস।

এ জয় দিয়ে লিভারপুলকে টপকে শিরোপা জয়ে স্বপ্ণ দেখছেন গানার কোচ। তিনি জানান, ‘আমি দলকে নিয়ে গর্বিত। আমি মনে করি তারা জয় তুলে নিতে মরিয়া ছিলো।’

শিরোপা নিয়ে আর্তেতা বলেন, ‘হ্যাঁ, আমরা (দৌড়ে আছি), কারণ এখানে জেতার জন্য অনেকেই আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি দলের জন্য জয় করা কতটা কঠিন। ম্যাচের ফলাফল আমাদের মুহূর্তটি উপভোগ করার সুযোগ দেয়।’

২১ ম্যাচে ১২তম জয়ের পর আর্সেনালের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলে লিভারপুলের পয়েন্ট ৪৭। আর ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে নটিংহাম ফরেস্ট।

সম্পর্কিত খবর