রেকর্ড গড়া জয়ের পর পথ হারাল ঢাকা, দুইয়ে বরিশাল
বিপিএলে আগের ম্যাচে রেকর্ড করা জয় তার পরের ম্যাচেই আবার হার। ফরচুন বরিশালের সামনে মুখ থুবড়ে পড়লো চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে বরিশালের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে ঢাকা।
মাত্র ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই আবু জায়েদ রাহির বলে আউট হন নাজমুল হোসেন শান্ত। শান্ত ব্যর্থ হলেও নিজের ঘরের মাঠের দর্শকদের হতাশ করেননি তামিম ইকবাল। ডেভিড মালানকে সঙ্গে নিয়ে ১১৮ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ব্যাক্তিগত ৪৮ বলে ৬১ রান করে আউট হন তামিম। মালান অপরাজিত থাকেন ৪৯ রানে। আর তাতেই ৮ উইকেট ও ২৪ বল হাতে রেখেই আসরের চতুর্থ জয় তুলে নিলো বরিশাল। এই জয়ে পয়েন্ট টেবিলে আবারও দুইয়ে উঠে এসেছে বরিশাল।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক থিসারা পেরেরা। তবে শুরুটা আশানুরূপ হয়নি।দলীয় ৩১ রানের মাথায় আগের ম্যাচে সেঞ্চুরি করা লিটন দাস আউট হন ব্যক্তিগত ১৩ রানে। পঞ্চম ওভারে রিপন মন্ডলের বলে মুশফিকুর রহিমের হাতে ধরা পরেন তিনি। মুনিম শাহরিয়ার ও ফেরেন কোনো রান না করেই।এদিন সাব্বির রহমানও উইকেটে দাঁড়াতে পারেননি। ব্যাক্তিগত ১০ রান করে সাজঘরে ফেরেন এই হার্ডিহিটার ব্যাটার।অধিনায়ক থিসারা পেরেরাও ফেরেন কোনো রান না করেই।
দলের আর সবাই আশা যাওয়ার মিছিলে থাকলেও একপ্রান্ত আগলে রেখেছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। দলীয় ১২০ রানের মাথায় ৪৪ বলে ৬২ রানে আউট হন তামিম। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৩৯ রানেই অল-আউট হয় ঢাকা। বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্পিনার তানভীর ইসলাম।
এই হারে প্লে-অফ খেলার স্বপ্ন অনেকটাই ধরা-ছোঁয়ার বাইরে চলে গেল ঢাকার। ৮ ম্যাচে মাত্র ১ জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে দলটি।