উরুগুয়ের কাছে মেসির আর্জেন্টিনার হোঁচট
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে উরুগুয়ের সঙ্গে ২-০ গোলে হারের স্বাদ পেতে হলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গ্রুপে ভালো ফর্মেই রয়েছে লিওনেল মেসির দল। তবে টানা ৪ জয়ের পর এবার উরুগুয়ের বিপক্ষে প্রথম ধাক্কা খেতে হলো তাদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উরুগুয়ে। একের পর এক আক্রমণে বেশ ব্যস্ততার মধ্যেই রাখে আর্জেন্টাইন ডিফেন্ডারদের। বেশ কয়েকবার বল নিয়ে ডিফেন্স লাইন ভেদ করে ডি-বক্সে ঢুকে গেলেও গোলের দেখা পাচ্ছিল না তারা।
মাতিয়াস ভিনার ক্রস থেকে ৪১তম মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় উরুগুয়ে। আর্জেন্টিনার বাজপাখি খ্যাত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে ফাঁকি দিয়ে বল জালে প্রবেশ করান বার্সেলোনার ডিফেন্ডার রোনালদ আরাউহো। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে তারা।
দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে মাঠে নামে লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে সুবিধা করতে পারছিল না তারা, পরপর কয়েকটি আক্রমণ রুখে দেয় উরুগুয়ের ডিফেন্ডাররা। ৫৮তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা ডি মারিয়াকে ডি-বক্সের ঠিক বাইরে ফাউলের সুবাদে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। সমতায় ফেরার আশা দেখেও হতাশ হতে হলো সমর্থকদের, ক্রসবারে লেগে ছিটকে যায় মেসির ফ্রি-কিক। বাকি সময় মেসিকে একদমই সুযোগ তৈরি করতে দেয়নি উরুগুয়ের ডিফেন্ডাররা।
এগিয়ে থেকেও আক্রমণের তীব্রতা কমায়নি উরুগুয়ে। বেশ কয়েকটি কাউন্টার অ্যাটাকে দিশেহারা করে তুলে আর্জেন্টাইন ডিফেন্ডারদের। কাঁটা ঘায়ে নূনের ছিটা দিতে ব্যবধান বাড়ান লিভারপুলের তারকা স্ট্রাইকার ডারউইন নুনেজ। ৮৭তম মিনিটে ওতামেন্দিকে বোকা বানিয়ে বল নিয়ে গোলের উদ্দেশ্যে দৌড় শুরু করেন তিনি। তার সাথে দৌড়ের গতিতে পেরে উঠেননি ওতামেন্দি, অবশেষে ঠান্ডা মাথায় এমি মার্তিনেসের দু’পায়ের ফাঁক দিয়ে বল জালে প্রবেশ করান নুনেজ। হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিদের।
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর টানা ১৪ ম্যাচ জিতে এসেছে আর্জেন্টিনা। এই হারের পরও গ্রুপ পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে মেসির দল। ৫ ম্যাচে ৪ জয়ের সাথে ১২ পয়েন্ট তাদের। সমপরিমাণ ম্যাচ খেলে ৩ জয় ও ১ ড্রয়ের সাথে ১০ পয়েন্ট নিয়ে ২য় স্থানে উরুগুয়ে।