চমক দিতে গিয়ে চমকে গেলেন বিসিবি কর্তারাই

চমক দিতে গিয়ে চমকে গেলেন বিসিবি কর্তারাই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর সবার প্রত্যাশা ছিলো চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসর দিয়ে চমক দেখাবে। তবে এবার বোর্ড নিজেই চমকে গেছে। কারণ, খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে কোনো ব্যাংক গ্যারান্টি নেয়নি দেশের ক্রিকেটের সবোর্চ্চ নিয়ন্ত্রক এ সংস্থা। তাতে অনেক ফ্র্যাঞ্চাইজি তাদের খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে গিয়ে গড়িমসি করছে।

প্রতিবারের মতো এবারেও বেতনের ইস্যুটা আগে থেকেই অনুমেয় ছিলো। তবে সেটা আরো জোরালো হয় দুর্বার রাজশাহীর পারিশ্রমিক কাণ্ডের পর। বিপিএলের চট্টগ্রাম পর্বে এই ইস্যুতে দলটির দেশীয় খেলোয়াড়রা অনুশীলন বয়কট করে।

তারপরই নড়েচড়ে বসে বিসিবি। খোদ বিসিবি প্রধান দলটির মালিকের সঙ্গে কথা বলেন। তাতে শেষ পর্যন্ত বেতন ইস্যুর দফারফা হলেও চট্টগ্রাম কিংসের খেলোয়াড়রা পূর্বনির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় আবারো নতুন করেন আলোচনায় উঠে এসেছে খেলোয়াড়দের বেতনের বিষয়টি।

বিপিএল গভর্নিং কাউন্সিলের পেমেন্ট সূচি অনুযায়ী- ফ্র্যাঞ্চাইজিগুলোকে টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের মোট ফি-এর ৫০ শতাংশ, টুর্নামেন্ট চলাকালীন ২৫ শতাংশ এবং বাকি অর্থ ইভেন্ট শেষে পরিশোধ করতে হবে। তবে এবারের আসরে শুধুমাত্র ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল ছাড়া আর কেউ এই সূচি মেনে খেলোয়াড়দের বেতন পরিশোধ করতে পারে নি।

এ বিষয়ে বিসিবির পরিচালক ও বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য নাজমুল আবেদীন ফাহিম জানান, ‘এই ঘটনার জন্য আমরা বিব্রত, পুরো ক্রিকেট মহলই বিব্রত। এটা আশা করি আমাদের সবার জন্য একটি শিক্ষা হবে। আমরা এই সমস্যাগুলো সমাধান করব যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। আমাদের অনেক কিছু করা উচিত ছিল যা হয়তো আমরা করিনি, তবে এটা সত্য যে এই সংস্করণটি একটি বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে, আমরা অনেক বিষয় নিয়ে চাপের মধ্যে ছিলাম।’

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর কোনো প্রকার স্ট্যান্ডিং কমিটি ছাড়াই চলছে বিসিবি। তাতে বিপিএলে এমন ঘটনা দেখে অবাক হওয়ার কিছুই নেই বলে মনে করেন অনেকেই। জানা গেছে, এখনো পর্যন্ত বিপিএলের ফ্র্যাঞ্চাইজি-খেলোয়াড় ও বোর্ডের মধ্যকার ত্রি- পাক্ষিক চুক্তি ও বোর্ডের কাছে জমা দেয়া হয়নি।

সম্পর্কিত খবর