মাঠে ফিরলেন, খেলায় কবে ফিরছেন সৌম্য?

মাঠে ফিরলেন, খেলায় কবে ফিরছেন সৌম্য?

ইনজুরির কারণে মাঠের বাইরে টাইগার ওপেনার সৌম্য সরকার। তাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান মাঠে ফিরতে চান তবে তাড়াহুড়ো করতে চান না।

চোট কাটিয়ে মাঠে নিয়মিত হতে বেশ পরিশ্রম করে যাচ্ছেন সৌম্য। অনুশীলনে ফিরতে ভালো লাগছে জানিয়ে বিপিএলের অফিসিয়াল ব্রডকাস্টারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সবচেয়ে ভালো লেগেছে যে মাঠে আসতে পেরেছি। মাঠে এসে অনুশীলন করেছি, এটা খুবই ভালো। আজ দ্বিতীয়-তৃতীয় দিন ব্যাটিং করলাম। আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে।’

তবে মাঠে ফিরতে কোনো তাড়াহুড়ো করতে চান না সৌম্য। তিনি বলেন, ‘চেষ্টা করছি দ্রুত ফিরতে তবে এখানে জোরাজুরি করতে গেলে হিতে বিপরীত হতে পারে। আপাতত ব্যাটিং করছি এখন, কিন্তু ফিল্ডিংয়ের কোনো কিছু এখনও ওইভাবে করা হয়নি। আস্তে আস্তে যেতে হবে, যেগুলো প্রক্রিয়া আছে, সেসবের মধ্য দিয়ে যেতে হবে। ফিজিও, চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে। উনারা ভালো বলতে পারবেন। আমি (ব্যাটিং) শেষ করে আমার ফিডব্যাক ফিজিওকে বলেছি। উনি আবার বাড়তি কিছু কাজ দিয়েছেন। এরকমভাবেই চলছে, চেষ্টা যত দ্রুত সম্ভব ফিরতে।’

টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে এবং চিকিৎসকের পরামর্শ মেনেই মাঠে নামতে চান সৌম্য, ‘পুরোপুরি না সারলে ঝুঁকি বেশী। যদি তাড়াহুড়ো করে নেমে যাই এবং আবার সেখানে লাগে, তাহলে এক মাসের জায়গায় দুই মাস লেগে যেতে পারে।’

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছিলেন সৌম্য। তাতে আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়। এক্স-রে করার পর দেখা যায়, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে। তখন বিসিবির মেডিকেল টিম প্রাথমিকভাবে জানিয়েছিলো, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ওপেনারকে।

সম্পর্কিত খবর