অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের হেড কোচ হাফিজ

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের হেড কোচ হাফিজ

বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাবর-রিজওয়ানরা। টুর্নামেন্টের শুরুতে আসরের অন্যতম ফেবারেটের তকমা নিয়েই নেমেছিল পাকিস্তান। তবে দুই ম্যাচ পর খোয়াতে শুরু করে সেই বিশেষণ। বিশ্বকাপ মাঝ থেকেই একের পর এক সমালোচনায় বিদ্ধ হতে থাকে দলত। বেশিরভাগ প্রশ্নই উঠেছে বাবর আজমের নেতৃত্ব নিয়ে। সেই সমালোচনার তোপে বিশ্বকাপের পরেই সব ধরণের ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়লেন ডানহাতি এই ব্যাটার। এরপরই যেন ঢেলে সাজানো হচ্ছে পুরো দল।

আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। একইসঙ্গে হাফিজকে নিযুক্ত করা হয়েছে দলের টিম ডিরেক্টর হিসেবে। এতদিন যে পদে ছিলেন মিকি আর্থার।

কেবল দুই বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন হাফিজ। এর মধ্যে হয়নি কোচিংয়ের কোনো অভিজ্ঞতা। সবকিছু ছাপিয়ে হাফিজের সামনে আসলো গুরুত্বপূর্ণ এই দায়িত্ব।

চলতি বছরের শুরুতেও দলে কোনো আলাদা টিম ডিরেক্টর। তবে সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি আলাদা এই দায়িত্ব বসান আর্থারকে। তবে এ সময়ে এই দায়িত্বে বাড়তি কাউকে চাচ্ছেন না টিম ম্যানেজমেন্ট।

আগামী ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে পাকিস্তান ক্রিকেট দল। ডিসেম্বরের ৬ থেকে ৯ তারিখ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তারা। প্রথম টেস্টটি শুরু হবে ১৪ ডিসেম্বর, পার্থে। অজি সিরিজ শেষে কিউইদের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

সম্পর্কিত খবর