রান পাচ্ছেন ব্যাটাররা, বিপিএলের উইকেটে মুগ্ধ তামিম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর নিয়ে প্রত্যাশা বেশী থাকলেও তা মেটাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম সেই না পারাটা নিঃসংকোচে মেনেও নিয়েছেন। তবে এবারের উইকেট নিয়ে ভিন্ন মত দেশের টপ অর্ডার ব্যাটার তামিম ইকবালের।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আজ রোববার চিটাগং কিংসকে হারিয়ে শীর্ষ দুইয়ে জায়গা উঠেছে তামিমের ফরচুন বরিশাল। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম। সেখানেই উঠে আসে বিপিএলের উইকেট নিয়ে তামিমের পর্যবেক্ষণ।
তামিমের মতে এবারের আসরের উইকেট ছিলো গত কয়েক আসরের মধ্যে সেরা। এবারের উইকেট তার পছন্দ হয়েছে উল্লেখ করে তামিম বলেন, ‘এটা অনেকটাই কঠিন উইকেট ছিল। আমি বলবো না যে, এটা টি-টোয়েন্টির জন্য খুব খুব ভালো উইকেট। প্রথম ইনিংসে উইকেট 'প্যাচি' ছিল। দ্বিতীয় ইনিংসে ভালো অবস্থায় ছিল।’
তামিমের মনে করেন এবার গ্রাউন্ডম্যান ও কিউরেটর বেশ ভালো কাজ করেছে। তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘গ্রাউন্ডসম্যান এবং কিউরেটর পুরো টুর্নামেন্টে ভালো কাজ করেছেন। এক দুইটি ম্যাচ এদিক সেদিক হবে সেটা হতেই পারে। আমি মনে করি এবার যে ধরণের উইকেটে আমরা খেলছি তা শেষ কয়েক বছরের মধ্যে সেরা।’
দেশের বর্তমান পরিস্থিতে সদ্য দায়িত্ব নেওয়া বোর্ডের জন্য এবারের বিপিএল আয়োজন করাটা চ্যালেঞ্জিং ছিলো জানিয়ে গতকাল বিসিবি পরিচালক ও বিপিএল গর্ভনিং কাউন্সিল বডির সদস্য নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমাদের অনেক কিছু করা উচিত ছিল যা হয়তো আমরা করিনি, তবে এটা সত্য যে এই সংস্করণটি একটি বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে, আমরা অনেক বিষয় নিয়ে চাপের মধ্যে ছিলাম।’