ভারতকে টপকে পাকিস্তানের স্পিনারদের বিশ্বরেকর্ড

ভারতকে টপকে পাকিস্তানের স্পিনারদের বিশ্বরেকর্ড

মুলতানে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১২৭ রানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের ২০ উইকেটের সবগুলোই নিয়েছেন পাকিস্তানের ৩ স্পিনার। স্পিনারদের এমন দাপটে পাকিস্তান জন্ম দিয়েছে নতুন এক বিশ্বরেকর্ড।

মুলতান টেস্টে ২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানি স্পিনার সাজিদ খান ও আবরার আহমেদের ঘূর্ণিতে ১২৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সাজিদ নেন ৫ উইকেট আর আবরার ঝুলিতে পুরেছেন ৪ উইকেট। বাকি উইকেটটি নিয়েছেন আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া নোমান আলী। আর তাতেই রেকর্ডটি নিজেদের করে নিয়েছে পাকিস্তান।

ইংল্যান্ডের সঙ্গে এর আগের সিরিজের শেষ দুই টেস্টেও ইংল্যান্ডের ৪০ উইকেটের ৪০ টি ই নিয়েছিলেন পাকিস্তানের স্পিনাররা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে টানা ৩ টেস্টে স্পিনারদের ২০ উইকেট নেওয়ার রেকর্ড করলো পাকিস্তান।

তবে শুধুমাত্র এ রেকর্ড ই না,পাকিস্তানের স্পিনাররা গড়েছেন আরও এক বিশ্বরেকর্ড। ভারতকে টপকে টেস্টে সর্বোচ্চ ৫ বার ২০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছে পাকিস্তানের স্পিনাররা। ভারতীয় স্পিনাররা এর আগে ৪ বার এ কৃতিত্ব গড়তে সক্ষম হয়েছিলেন।

বাংলাদেশ ও শ্রীলংকার স্পিনারদের এ কৃতিত্ব আছে ৩ বার করে । বাংলাদেশের এ কৃতিত্বের দুইটি এসেছে মিরপুরে এবং একটি চট্টগ্রামে।

সম্পর্কিত খবর