৫৭ বলে সেঞ্চুরি করেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন বিজয়
বিফলে গেল এনামুল হক বিজয়ের সেঞ্চুরি। তার অসাধারণ ব্যাটিংয়েও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ল দুর্বার রাজশাহী। ৭ রানের জয়ে উড়ল খুলনা টাইগার্স। টুর্নামেন্ট শুরু প্রথম দুই ম্যাচে জয় দিয়ে, এরপর হার টানা ৪ ম্যাচে। বাজে পারফরম্যান্স কিংবা দূর্ভাগ্য, সব মিলিয়ে খুলনা টাইগার্সের সময়টা ভালো যাচ্ছিল না। কিন্তু আজ বিপিএলে রীতিমতো দুর্দান্ত ক্রিকেটের পসরা সাজিয়ে জিতল ৭ রানে।
চট্টগ্রামের মাঠে রাতের ম্যাচ আজ রোববার শুরুতে ব্যাট করতে নেমে রাজশাহী তুলে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৯ রান। জবাব দিতে নেমে বিজয়ের সেঞ্চুরিতে রাজশাহী তুলে ২০ ওভারে ২০২ রান। বিজয় ৫৭ বলে ১০০ রান তুলেও হতাশ হয়ে ছাড়েন মাঠ।
এদিন পাহাড়সম লক্ষ্যের সামনে দাঁড়িয়ে বেশ লড়ছিল রাজশাহী। জিসান আলম ৩০ রানের ঝড়ে শুরু করেন। এরপর অবশ্য বিজয় ছাড়া কেউ সেভাবে নজর কাড়েননি। তাইতো ধরা দেয়নি জয়!
ভাগ্য ফেরাতে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ওপেনারদের প্রতি খুব একটা ভরসা করতে পারছেন না মিরাজ তাই আসরে প্রথম বারের মত নিজেই নেমে পড়লেন ওপেনিংয়ে।
শুরুটাও পেয়েছিলেন দারুণ। আরেক ওপেনার মোহাম্মাদ নাইম শেখকে নিয়ে মাত্র ৩.৫ ওভারে গড়েন ৪২ রানের জুটি। ১৪ বলে ২৭ রান করে জিশান আলমের বলে নাইম আউট হয়ে ফেরেন সাজঘরে। দলীয় ৫৪ রানের মাথায় ১৩ বলে ২৬ করে তাসকিন আহমেদের বলে আউট হন মিরাজ। প্রথম ম্যাচ খেলতে নামা অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রোজও ১ রান করে কাটা পড়েন রান আউটের ফাঁদে।
এরপরের গল্পটাই আফিফ হোসেন ধ্রুব ও উইলিয়াম বোসিস্টোর। দুজন মিলে গড়েন ১১৩ রানের জুটি । ব্যাক্তিগত ৫৬ রান করে তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন আফিফ। শেষে মাহিদূল ইসলাম অঙ্কনের ঝড়ো ১২ বলে ৩০ রানে ২০৯ রানের বড় পুঁজি পায় খুলনা। ৫৫ রানে অপরাজিত ছিলেন বোসিস্টো।
তার পথ ধরেই বিগ স্কোরিং ম্যাচে শেষ অব্দি জিতে গেল খুলনা টাইগার্স।