লঙ্কান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আইসিসির বোর্ড মিটিং

লঙ্কান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আইসিসির বোর্ড মিটিং

বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে নিজ দেশের রাজনৈতিক হস্তক্ষেপের দায়ে এসএলসি-র উপর নিষেধাজ্ঞা জারি করে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আইসিসির সব ধরণের আয়োজন থেকে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।

রাজনৈতিক অস্থিরতা, বিশ্বকাপে শোচনীয় পারফরম্যান্স, রাতারাতি ক্রিকেট বোর্ডের সদস্যদের পরিবর্তন এবং সবশেষে ম্যাথিউসের বিতর্কিত আউট নিয়ে পুরো ক্রিকেট দলের নেতিবাচক প্রতিক্রিয়া, সব মিলিয়েই ভালো সময় যাচ্ছিল না লঙ্কানদের। তার উপর নতুন বিপদ হিসেবে যোগ হয় আইসিসির এই নিষেধাজ্ঞা।

এবারের বিশ্বকাপ ফাইনালের দুইদিন পর, মঙ্গলবার আহমেদাবাদে এই বোর্ড মিটিংটি করবে আইসিসি। শ্রীলঙ্কা ক্রিকেটের ওপর আরোপিত নিষেধাজ্ঞা, ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত এবং শীর্ষ সহযোগী ও কিছু সদস্যদের লক্ষ্য করে প্রোগ্রাম পুনরুজ্জীবিত করার বিষয়টি আসন্ন বোর্ড মিটিংয়ের আলোচ্যসূচিতে থাকবে বলে জানিয়েছে আইসিসি।

আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ (পুরুষ) বিশ্বকাপ শ্রীলঙ্কাতে হওয়ার কথা রয়েছে। তবে এই নিষেধাজ্ঞা জারির পর এই বিশ্বকাপ আসর নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এই বিষয়েও মিটিংয়ে যথাযথ একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছে আইসিসি।

সম্পর্কিত খবর