পিএসএলে দল না পেয়ে যা বললেন তাসকিন
অধিনায়ক হওয়ার পর প্রথম ম্যাচেই চিটাগং কিংসের কাছে ১১১ রানের বিশাল ব্যবধানে হেরেছে তাসকিন আহমেদের দুর্বার রাজশাহী। দল হারলেও অধিনায়ক হওয়ার দিনে বোলিংয়ে আলো ছড়িয়েছেন এদিন তাসকিন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কিছুটা হতাশ ও দেখা গেছে তাকে।
বিপিএলে পিএসএলের প্রসঙ্গটি উঠেছে মূলত রাজশাহীর কোচ পাকিস্তানি সাবেক ব্যাটার ইজাজ আহমেদ,লাহোর কালান্দার্সে তাসকিন দল পেতে পারেন বলে জানালে। গত সোমবার পিএসএলের ড্রাফটে বোলারদের মাঝে নাহিদ রানা দল পেলেও দল পাননি তাসকিন। তাসকিনের নাম ড্রাফটে থাকলেও তাকে কিনতে আগ্রহ দেখায়নি পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজি।
পাকিস্তান সুপার লিগে দল না পাওয়া নিয়ে তাসকিন হতাশ কিনা তা জানতে চাইলে তাসকিন বলেন, ‘হতাশার কী আছে? এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এত দিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই।’
এর আগে তিনবার আইপিএল থেকে ডাক পেয়েছিলেন তাসকিন। ফিটনেস ও বিসিবি থেকে ছাড়পত্র না পাওয়ায় খেলতে পারেননি তাসকিন।
বিপিএলে আজই প্রথম দুর্বার রাজশাহীর অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন তাসকিন। বল হাতে নিজের অন্যতম সেরা সময় পার করছেন জাতীয় দলের এই পেসার। বিপিএলে এবারের আসরে ৯ ম্যাচে মাত্র ১১.৫৫ গড়ে ২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার ধরাছোঁয়ার বাইরে তাসকিন।