ফাইনালের আগে তিন বিভাগ নিয়েই দুশ্চিন্তা ভারতের

ফাইনালের আগে তিন বিভাগ নিয়েই দুশ্চিন্তা ভারতের

বিশ্বকাপে ভারত এ পর্যন্ত হারেনি একটি ম্যাচেও। রোববারের ফাইনালে জিতে গেলে হবে অপরাজিত চ্যাম্পিয়নও। ভারত যেভাবে খেলছে, তাতে দলটাকে একেবারে অপ্রতিরোধ্য বলেই মনে হচ্ছে। বিরাট কোহলিরা ব্যাট হাতে আর মোহাম্মদ শামিরা বল হাতে তরিয়ে দিচ্ছেন দলকে। তবে দারুণ পারফর্ম্যান্সের আড়ালে অবশ্য ঢাকা পড়ে যাচ্ছে ভারতের বেশ কিছু অভাবও। তিন বিভাগ নিয়েই তো বেশ কিছু সমস্যা আছে এখনো দলটির!

কী সে সমস্যাগুলো? চলুন দেখে নেওয়া যাক–

ব্যাটিং– এবারের বিশ্বকাপে ভারত শুরু থেকেই আক্রমণ করে প্রতিপক্ষকে ধসিয়ে দিচ্ছে। শুরুটা করছেন রোহিত শর্মা, কোহলি ইনিংসটাকে টেনে নিচ্ছেন, শেষটা হচ্ছে এসে শ্রেয়াস আইয়ার আর লোকেশ রাহুলকে দিয়ে। তবে সমস্যাটা শুরু হচ্ছে লোয়ার মিডল অর্ডার থেকে। সূর্যকুমার যাদব টি-টোয়েন্টির ফর্মটা এখনো টেনে আনতে পারেননি ওয়ানডেতে। তাকে অবশ্য বিশ্বকাপে পরীক্ষার মুখেও পড়তে হয়নি। তার নিচের ব্যাটারদের তো নয়ই। ফলে ফাইনালে কোনোভাবে যদি দ্রুত টপ অর্ডার ফিরে যায় সাজঘরে, তাহলে বিপদে পড়েও যেতে পারে ভারত।

বোলিং– ভারতের বোলিং এবারের বিশ্বকাপে যশপ্রীত বুমরাহ আর শামির হাত ধরেই এগিয়ে যাচ্ছে অনেকটা। শুরুতে বুমরাহ আর পাওয়ারপ্লের শেষ দিকে শামি, দুয়ের আঘাতে দশ ওভার না যেতেই প্রতিপক্ষের হয় ত্রাহি মধুসূদন দশা। তাই দলকেও খুব একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি কোনো ম্যাচেই।

তবে এবারের বিশ্বকাপে ভারত খেলছে পাঁচ বোলার নিয়ে। ফাইনালের মতো মঞ্চে বিষয়টা ঝুঁকিরই বটে। বিশ্বকাপের ফাইনালে যদি কোনো এক বোলারের বাজে দিন কাটে তাহলে তা-ই দলকে ফেলে দিতে পারে বিপাকে। সেটা মোহাম্মদ সিরাজের হলেও হতে পারে। এবারের বিশ্বকাপে ছয়ের বেশি রান দিয়েছেন ওভারপ্রতি, উইকেট ১৩টি শিকার করেছেন অবশ্য। তুলনামূলক অনভিজ্ঞ বলে তাকে লক্ষ্যবস্তু বানিয়ে ফেলাটা অস্বাভাবিক নয় প্রতিপক্ষের জন্য। ফাইনালে পাঁচ নাকি ছয় বোলার, এই সিদ্ধান্ত নিয়ে ভারতকে তাই আরও খানিকটা ভাবতে হবে।  

ফিল্ডিং– ফিল্ডিংয়ে ভারতের সময়টা ভালো কাটছে না মোটেও। শেষ দুই ম্যাচ মিলিয়ে কমপক্ষে ৬টা ক্যাচ হাত ফসকে বেরিয়ে গেছে রোহিতদের। নিউজিল্যান্ড ম্যাচে মিস ফিল্ডিং, ওভারথ্রোয়ে রান দিয়ে বেশ ভুগেছে দলটা। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে পরিষ্কার রান আউটের সুযোগও ভারত মিস করেছেন ৭টি, আর ক্যাচ হাত থেকে ফসকেছে ১৫টি। ফাইনালের মঞ্চে এর একটাতেও ছাড় দিতে পারবে না দল। বড় মঞ্চে এমন কিছু মানে যে খাল কেটে কুমির আনা!

সম্পর্কিত খবর