কেমন দাঁড়ালো চ্যাম্পিয়ন্স লিগের সমীকরণ
শুরুর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট নিশ্চিত করেছে লিভারপুল ও বার্সেলোনা। গতকাল মঙ্গলবার রাতে ৪-৫ ব্যবধানে বেনাফিকাকে গুড়িয়ে দিয়ে নক আউট নিশ্চিত করেছে হানসি ফ্লিকের বার্সেলোনা । অন্যদিকে রাতের অপর ম্যাচে ঘরের মাঠে ফরাসী ক্লাব লিলকে ২-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। তাতে টানা ৭ ম্যাচে জয় তুলে নিয়ে টেবিলে শীর্ষে আছে দলটি। তাতে কেমন দাড়ালো চ্যাম্পিয়ন্স লিগের হিসাব? চলুন সেটিই দেখে নেয়া যাক।
গত ডিসেম্বরেই ছয় ম্যাচ শেষে শীর্ষ ২৪-এ থাকা নিশ্চিত করে প্লে-অফ অব্দি নিশ্চিত করে ফেলেছিল লিভারপুল ও বার্সেলোনা। সেই ধারাবাহিকতায় সেই দুই দলই সবার আগে শীর্ষ আটে থাকা নিশ্চিত করে শেষ ষোলোয় উঠে গেল। তবে তাদের সাথে শীর্ষ ২৪-এ থাকা নিশ্চিত করে নকআউট পর্বে উঠে গেছে আরও ৯টি দল। যেখানে লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচ মাঠে গড়াবে ৩০ জানুয়ারিতে।
শেষ ষোলেতে অলরেডস-কাতালুনিয়ানদের পাশাপাশি স্থানে পেয়েছে অ্যতলেটিকো, আটলান্টা, আর্সেনালের মতো ক্লাব গুলো। আর লীগের চলতি মৌসুমে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে লাইপজিগ, বোলোনিয়া ও রেড স্টারের পাশাপাশি স্লোভান বাতিস্লাভা ও ইয়াং বয়েজ।
এবার নতুন কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগে ৩৬ দলের লিগ পর্ব। যেখানে প্রতিটি দলকে খেলতে হবে আটটি করে ম্যাচ। আর পয়েন্ট তালিকার শীর্ষ ২৪টি দল যাবে নকআউট পর্বে। যাদের প্রথম আটটি সরাসরি সুযোগ পাবে শেষ ষোলোতে। ৯ম থেকে ২৪তম, এই ১৬ দলের আটটি প্লে-অফ শেষে যোগ দেবে শেষ ষোলোতে।
চলতি মৌসুমে নিজেদের ৭ ম্যাচের ৬টিতে জয় তুলে নিয়ে লিভারপুলের পরে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বার্সেলোনা। আর ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে অ্যতলেটিকো মাদ্রিদ। তালিকার ৪র্থ অবস্থানে আছে আটলান্টা। যেখানে তারা ৭ ম্যাচের ৪টিতে জয় নিয়ে ১৪ পয়েন্ট অর্জন করেছে। তালিকায় আটলান্টার পরে ১৩ পয়েন্ট নিয়ে ৭ ক্লাব যথাক্রমে, আর্সেনাল,লেভারকুসেন, ইন্টার মিলান, অ্যাস্টন ভিলা, ব্রেস্ত, মেনাকো ও লিল।