চিটাগাংকে হারিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখল ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে টানা ৬ হার দিয়ে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ঢাকা ক্যাপিটালসের! এরপর দুই জয়ে কিছুটা লড়াইয়ে ফেরে দলটি। প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচটিতে জয়ের কোনো বিকল্প ছিলো না, আর হলোও তাই।
লো-স্কোরিং এই ম্যাচে আজ বুধবার স্বাগতিক চিটাগং কিংসকে ৮ উইকেটে হারিয়ে শেষ হাসি নিজেরাই হেসেছে ঢাকা ক্যাপিটালস।
জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তানজিদ হাসানের অসাধারণ ইনিংসে ভর করে জয় তুলে নেয় ঢাকা ক্যাপিট্যালস। ক্যাপিটালসের হয়ে ৫৪ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন তিনি। তাতে ম্যাচ সেরার পুরস্কারও উঠে তার হাতে।
শুরুতে তানজিদ হাসান ও লিটস দাসের ওপেনিং জুটিতে ভর করে বেশ দারুণভাবে শুরু করে সফরকারী ঢাকা ক্যাপিটালস। তাতে ৮ ওভারের মাঝামাঝিতে ৭৫ রান তুলে নেয় শাকিব খানের দল। তবে হোসাইন তালাতের বলে খালেদ আহমেদের তালুবন্ধি হলে ২৫ রান করে মাঠ ছাড়েন লিটন।
১৪তম ওভারের শেষদিকে আল ইসলামের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লিটনের পরে তানজিদকে সঙ্গ দিতে আসা মুনিম শাহরিয়ার। ১৮ বলে ১২ রান করেন তিনি। কিংসের হয়ে ১ উইকেট করে তুলে নেন আল ইসলাম ও হোসাইন তালাত।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে স্বাগতিক চিটাগাং কিংস। নাঈম ইসলাম ও জুবায়েদ আকবারি শুরুটা ভালোই করেছিলেন। তবে ৮ ওভারের শুরুতে মোসাদ্দেক হোসেনের বলে মাঠ ছাড়তে হয় এ আফগান ব্যাটারকে। ১৯ বলে ২৩ রানের ইনিংসে ৩টি চার ও ১টি বাউন্ডারির দেখা পান। জুবায়েদ মাঠ ছাড়লে নাঈমকে সঙ্গ দিতে মাঠে আসেন গ্রাহাম ক্লার্ক। তিনিও ১৩তম ওভারের শুরুতে নাজমুল হোসেনের বলে রিয়াজ হাসানের তালুবন্ধি হয়ে ১৯ রান করে মাঠ ছাড়েন। এরপর হোসাইন তালাত আসলেও দলীয় সংগ্রহে মাত্র ৩ রান যুক্ত করে তিনিও সাজঘরের পথ ধরেন। তাতে ৯১ রাওন ৩ উইকেট হারায় চিটাগাং কিংস।
১৪তম ওভারের শেষদিকে মাঠ ছাড়েন এতক্ষণ ধরে লড়তে থাকা নাঈম ইসলাম। মোসাদ্দেক হোসেনের বলে ৪০ বলে ৪৪ রান করে মাঠ ছাড়েন তিনি। দলের রানের খাতাকে আরেকটু এগিয়ে দিতে মাঠে নামেন শামীম হোসেন। তবে তিনিও রানের খাতা তেমন বড় করতে পারেন নি। মাত্র ১৫ রান করে বিদায় নিতে হয় তাকেও। এরপর হায়দার আলী (১৬), মোহাম্মদ মিথুন (১২) ও খালেদ আহমেদ ৮ রান করে ফিরলে লড়াই করার মতো ১৪৮ রানের পুঁজি সংগ্রহ করলেও শেষ রক্ষা হয়নি চিটাগং কিংসের। ক্যাপিটালসের হয়ে ২ উইকেট করে তুলে নেন মোসাদ্দেক হোসেন ও নাজমুল ইসলাম।