ভারতের জার্সিতে থাকছে ‘পাকিস্তানের’ লোগো

ভারতের জার্সিতে থাকছে ‘পাকিস্তানের’ লোগো

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম মেনে অফিসিয়াল লোগো-সহ নিজেদের জার্সির ডিজাইন করবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাতে পাকিস্তানের নামসহ জার্সি পড়েই মাঠে নামবেন রোহিত শর্মারা।

তবে এর আগে নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম থাকা নিয়ে আপত্তি জানিয়েছিলো বিসিসিআই। কিন্তু গতকাল আইসিসির তরফ থেকে আসা নির্দেশনার পর আজ এমন সিদ্ধান্ত জানিয়েছে বোর্ড।

ভারতীয় জার্সি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো সম্পর্কিত বিতর্ক নিয়ে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘আমরা আইসিসির এর যেকোনো নির্দেশিকা অনুসরণ করব।’ । যখন তাকে বলা হয় যে অফিসিয়াল লোগোর নিচে পাকিস্তানের নাম রয়েছে, সাইকিয়া আবারও জোর গলায় বলেন, ‘আমরা তাদের (আইসিসির) এর নির্দেশনা অনুসরণ করব।’

এমন স্পষ্ঠ মন্তব্যর পরে বাকি সব গুঞ্জন উবে গেছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক যৌথভাবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। যেখানে ভারতীয় দল তাদের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাতে খেলবে। জার্সি নিয়ে গণমাধ্যমে কথা বললেও বিসিসিআই সেক্রেটারি এখনও রোহিত শর্মা পাকিস্তান সফরে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন কিনা এ বিষয়ে বোর্ডের অবস্থান সম্পর্কে কিছু জানান নি।

আইসিসির নিয়মনুযায়ী আর্ন্তজাতিক আসরের আগে কিটস বা জার্সির ডিজাইন আইসিসিতে পাঠাতে হয়। সেখান থেকে অনুমোদন পেলে তবেই সে জার্সি গায়ে দিতে পারে খেলোয়াড়রা। আর জার্সির ডিজাইনে আয়োজনকারী দেশের নাম থাকাটা বাধ্যতামুলক। যে কারণে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির অংশগ্রহণকারী দলগুলির জার্সিতে শুধুমাত্র ‘ইংল্যান্ড’ এর পরিবর্তে ‘ইংল্যান্ড এবং ওয়েলস’ ছিল।

পাকিস্তান দলের খেলোয়াড়রা ২০২৩ সালের বিশ্বকাপের যে জার্সি পড়েছিল, সেখানে লোগোতে ভারতের নাম ছিল। যদিও তখন ভারতের নাম থাকা নিয়ে কোনো আপত্তি জানায় নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

উল্লেখ্য রাজনৈতিক কারণে ভারতীয় দল ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে কোনো দ্বিপাক্ষিক বা বহু-পাক্ষিক ক্রিকেট সিরিজে অংশগ্রহণ করেনি। এবার ভারতের আপত্তির মুখে চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারিতে শুরু হবে হাইব্রিড পদ্ধতিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে।

সম্পর্কিত খবর