ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে এবার যা বলল রাজশাহী

ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে এবার যা বলল রাজশাহী

বিপিএলের চলতি আসরে দুর্বার রাজশাহী বারবার খবরের শিরোনামে আসছে। আর তা মাঠের পারফরম্যান্সের চেয়ে বাইরের ঘটনা নিয়েই। বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগে ফ্র্যাঞ্চাইজিটি বেশ সমালোচিত। এরই মধ্যে খবর আসে- এক শ্রীলঙ্কান ক্রিকেটার পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেছেন বিসিবিতে।

এই বিতর্কের পরিপ্রেক্ষিতে আজ বুধবার রাজশাহীর ম্যানেজিং ডিরেক্টর শফিক রহমান একটি ভিডিও বার্তায় ক্রিকেটারদেরআশ্বস্ত করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন- নির্ধারিত সময়ের মধ্যে সব বকেয়া পরিশোধ করা হবে।

শফিক বলেন, ‘ক্রিকেটারদের স্পষ্ট করে বলতে চাই, কিছু ব্যবস্থাপনাগত সমস্যার কারণে কিছু জটিলতা তৈরি হয়েছিল। তবে আর্থিক বিষয়ে তারা কখনোই বঞ্চিত হবে না। তাদের সমস্ত পাওনা নির্ধারিত সময়েই দেওয়া হবে। আমরা আমাদের প্রতিশ্রুতিতে অবিচল।’

তিনি আরও দাবি করেন, ১৬ জানুয়ারির মধ্যে খেলোয়াড়রা প্রথম কিস্তির অর্থ পেয়েছেন। অবশ্য এই দাবির সঙ্গে ক্রিকেটাররাও একমত হয়েছেন। শফিক রহমান এই বিষয়টিকে ‘দুঃখজনক’ বলে আখ্যা দিয়েছেন এবং জানিয়েছেন, তারা ১৬ জানুয়ারি প্রথম কিস্তির অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই দিনেই তা পরিশোধ করেছেন।

দলটির ম্যানেজিং ডিরেক্টর আর্থিক বিষয় মেটানোর পাশাপাশি মাঠের পারফরম্যান্সে উন্নতি আনার জন্য সবার সমর্থন চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা বিপিএল টি-টোয়েন্টির নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে সবার সমর্থন কামনা করছি। আমরা চাই সবাই আমাদের পাশে থাকুক এবং পরবর্তী ম্যাচগুলোতে দলটি আরও শক্তিশালী হয়ে উঠুক। পাশাপাশি সবার কাছ থেকে পরামর্শও স্বাগত জানাচ্ছি।’

এর আগে পারিশ্রমিক না পেয়ে একদিন অনুশীলন বর্জন করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। এমন কী পারিশ্রমিক না পেলে ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছিলেন তারা। পরবর্তীতে কিছু অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি সামাল দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এখানেই শেষ নয়, হঠাৎ নেতৃত্বেও পরিবর্তন এনে এনামুল হক বিজয়ের পরিবর্তে তাসকিন আহমেদকে অধিনায়ক করা হয়েছে।

সম্পর্কিত খবর