ভারতের একাদশে যে কারণে নেই শামি
লম্বা সময় পরে চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রপি দিয়ে দলে ফিরলেও ইংল্যান্ডর বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের একাদশে নেই ভারতীয় পেসার মোহাম্মদ শামি। একবছরেরও বেশী সময় পর চোট কাটিয়ে শামিকে ইডেনে খেলতে দেখবে বলে বসেছিলো ভারতের ক্রিকেট প্রেমীরা। তবে বুধবার শামিকে দলে না দেখে তারা বেশ হতাশ।
ভারতীয় গণমাধ্যমের ভাষ্যমতে এখনো পুরোপুরি ফিট নন শামি। যে কারণে তাকে সময় দিয়ে দলে রাখা হয়নি। শামিকে দলে না রাখার বিষয়ে টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘দলের শক্তির ভিত্তিতেই প্রথম একাদশ নির্বাচন করা হয়েছে।’ অর্থাৎ টিম কম্বিনেশনের কারণে প্রথম একাদশে শামির জায়গা হয়নি। তবে অন্যদিকে জোর গুঞ্জন আছে তাকে ফিট না হওয়ায় খেলানো হচ্ছে না! তাতে সব মিলে বেশ ধোঁয়াশা তৈরী হয়েছে ভারতের শিবিরে।
২০২৩ সালে চোটে পড়ার পর সেখান থেকে নিজেকে ফেরাতে ধারাবাহিকভাবে ঘাম ঝরিয়ে গেছেন শামি। তাতে পারফর্মেন্স দিয়ে রঞ্জি ও বিজয় হাজারে ট্রফিতে নিজেকে ছাড়িয়ে গেছেন। সেই পারফর্মেন্সের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা ফেলেও নিয়মিতভাবে নিবিড় অনুশীলনে ডুবে থেকেছেন বাংলার এ তারকা পেসার।
গত রোববার থেকে ধারাবাহিকভাবে ব্যাটিং-বোলিং করেছেন। তাতে উন্নতিও দেখেছেন কয়েক জায়গায়, আগের মতোই দুরন্ত গতিতে বল করেছেন শামি। সেখানে বোলিং করার সময় কোনওরকম অস্বস্তিও দেখা যায়নি।