বিশ্বকাপের পর্দা নামার আগে জমকালো আয়োজন

বিশ্বকাপের পর্দা নামার আগে জমকালো আয়োজন

কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই উদ্বোধন হয়েছিল এবারের বিশ্বকাপের। তবে ভারত-পাকিস্তান ম্যাচকে একটু বিশেষ করতে একটা বিশেষ জাকঝমক অনুষ্ঠানের আয়োজন করেছিলো কর্তৃপক্ষ। সাদামাটা শুরুর পর ফাইনাল নিয়ে ছিলো আগ্রহ। সেখানে কী কিছু থাকবে নাকি শেষটাও সাদামাটাভাবেই হতে যাচ্ছে? 

না। সাদামাটাভাবে বিশ্বকাপ শেষ হতে যাচ্ছে না। একে তো ভারত-অস্ট্রেলিয়ার মতো দুইটা শক্তিশালী দলের লড়াই তার ওপর ফাইনাল নিয়ে থাকছে অনেকগুলো চমক। এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম গুলো। 

শেষদিনের জমকালো আয়োজনে মঞ্চ মাতাবেন বলিউডের গায়ক-গায়িকারা। অরিজিৎ সিং, সুনিধি চৌহান, প্রীতম, শঙ্কর মহাদেবনরা তো আছেনই সেই সাথে মঞ্চে দেখা যাবে ব্রিটিশ গায়িকা দুয়া লিপাকে। সেই সাথে থাকবে ‘সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিম’ এর ‘এয়ার শো’। যেটার মহড়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। 

রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিগ ফাইনাল। ভারতীয় গণমাধ্যমের দাবি যেখানে অতিথি হিসেবে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমন্ত্রণ জানানো হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তোনি অ্যালবানিজকে।

আহমেদাবাদে সেদিন বিশেষ মর্যাদায় উপস্থিত ভারতের বিশ্বকাপ জয়ী দুই অধিনায়ক কাপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনি। তাদের পাশাপাশি থাকবেন শচীন টেন্ডুলকারও। এছাড়াও বিশ্বকাপ জয়ী সকল অধিনায়ককেও আমন্ত্রণ জানানো হয়েছে বিগ ফাইনালে। 

এদের পাশাপাশি ভারতের আটটি রাজ্যের মুখ্যমন্ত্রী, রিজার্ভ ব্যাংকের গভর্ণর শক্তিকান্ত দাস, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং ধনকুবের মুকেশ আম্বানিকেও দেওয়া হয়েছে নিমন্ত্রণ। সব মিলিয়ে উদ্বোধনী অনুষ্ঠান না করার সমালোচনা সমাপনী দিয়েই পুষিয়ে দিতে যাচ্ছে বিসিসিআই।

সম্পর্কিত খবর