মিশন হেক্সা নাকি থ্রি স্টার?

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৭:০১ পিএম | ১৭ নভেম্বর, ২০২৩

আরো একটা বিশ্বকাপ ফাইনাল, আবারও ভারত-অস্ট্রেলিয়া। যেটা ফিরিয়ে নিচ্ছে ২০ বছর আগের জোহানেসবার্গের এক বিকেলে। অজিরা নিশ্চয়ই চাইবে সেই সন্ধ্যা থেকে অনুপ্রেরণা নিতে। আর ভারত নিশ্চয়ই সেই দিনটা ভুলে গিয়ে ওয়াংখেড়ের ওই রাতকেই বার বার ফিরিয়ে আনতে চাইবে। অজিদের অবশ্য অনুপ্রেরণা নিতে মাস কয়েক আগের ওভালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই যথেষ্ট। ভারত নিশ্চয়ই এবার আর একই ভুল করতে চাইবে না।

অজিদের কাছে ফাইনাল খেলা কিংবা শিরোপা জেতা যেনো ডালভাত। অন্যদিকে ভারতের সবশেষ শিরোপাও এসেছে এক দশক আগে। এরপরের গল্পটা শুধুই হতাশার। আইসিসি ইভেন্টের সেমিতে গিয়েই বাদ পড়া কিংবা ফাইনালে গেলেও হতাশাজনক হার যেনো তাদের জন্য নিত্যদিনের গল্প। এবারের ভারত আশা জাগাচ্ছে দেড়শো কোটি ভারতীয়কে। আসরজুড়ে যেভাবে খেলছে দলটা তাতে প্রায় সবার কাছেই ফেভারিট রোহিতের দল।

কাছাকাছি শক্তি যাদের ভাবা হয়েছে তাদের বিপক্ষেও যেমন দাপুটে জয়, তেমনি তুলনামূলক দুর্বলদের বিপক্ষে বিশাল বিশাল ব্যবধানে জয়েই বলে দেয় এই বিশ্বকাপ টিম ইন্ডিয়া যেনো জিতবেই জিতবে। অন্যদিকে অজিদের শুরুটা হয়েছিলো ভারত আর সাউথ আফ্রিকার কাছে হার দিয়ে অর্থাৎ টানা দুই হার। এরপর আর তাদের লাগাম টেনে ধরতে পারেনি কেউই। শুরুতে তাদের হোঁচট খাওয়ানোদের মধ্যে প্রোটিয়াসদের সেমিতে হারিয়ে প্রতিশোধ নেওয়া শেষ। এবার অপেক্ষা টিম ইন্ডিয়ার।

রোহিতের দলের সামনে টানা ১১ জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। আর কামিন্সেদের টানা নবম জয়টাই দরকার। কোনটা দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব? ভারতের থ্রি স্টার নাকি অজিদের হেক্সা মিশন কমপ্লিট?

খেলার দুনিয়া | ফলো করুন :