সিলেটকে হারিয়ে চারে খুলনা
বোলিংয়ে ছিলেন খরুচে। তবে ব্যাটিংয়ে পুষিয়ে দিয়েছেন খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার দুর্দান্ত ব্যাটিংয়ে এক ম্যাচ পরে জয়ে ফিরলো খুলনা। সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে হারাল মিরাজের দল।
আজ বৃহস্পতিবার বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান করে সিলেট।ব্যাটিংয়ে নেমে মিরাজের ৫০ বলে ৭০ রানে ভর করে ১৯.৫ ওভারে ৬ উইকেট হাতে রেখেই জয় পায় খুলনা।
১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার মোহাম্মাদ নাইম শেখ ও অধিনায়ক মিরাজ। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তুলে নেয় খুলনা। দলীয় ৬৫ রানের মাথায় ২০ রান করে সাজঘরে ফেরেন নাইম।আফিফ হোসেনও এদিন ছিলেন নিষ্প্রভ।ফেরেন মাত্র ৩ রান করেই। তবে উইকেটের একপ্রান্ত আঁকড়ে ছিলেন মিরাজ। দলকে জয়ের ভীত গড়ে দিয়ে যান খুলনার এই অধিনায়ক।শেষে অ্যালেক্স রোস ও উইলিয়াম বোসিসটোর দায়িত্বশীল ব্যাটিংয়ে ১ বল হতে রেখেই জয় পায় খুলনা।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। প্রথম ওভারের শেষ বলে রনি তালুকদারের উইকেট নেন খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। রনি ফেরেন কোনো রান না করেই। এরপর ৭৪ রানের জুটি গড়ে দলকে বড় রানের ভিত্তি তৈরী করে দেন স্কটিস জর্জ মানসি ও জাকির হাসান। তবে তাদের রেখে যাওয়া ভিত্তিকে মজবুত করতে পারেননি আর কোনো ব্যাটার। দলীয় ৭৫ রানে আউট হওয়ার সময় মানসির ব্যাট থেকে আসে মাত্র ৩২ বলে ৫৮ রান। জাকির হাসান সাজঘরে ফেরেন ৪৪ রান করে। সুমন খানের ব্যাট থেকে আসে দলের তৃতীয় সর্বোচ্চ ১২ রান। আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। আর তাতেই ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ তেই আটকে যায় সিলেটের ইনিংস।
এই হারে টানা প্লে অফ খেলার স্বপ্ন অনেকটাই দূরে চলে গেলো সিলেটের। ৯ ম্যাচ খেলে মাত্র দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একদম তলানিতে দলটি। আর এই ম্যাচ জিতে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ -এ উঠে এসেছে মিরাজের দল।