বিপিএলে ঝড় তুলে স্বপ্নপূরণ হচ্ছে খুশদিলের!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে বেশ আগে ছুটছে রংপুর রাইডার্স। টানা ৮ ম্যাচ জয়ে লিগ টেবিলে দলটি আছে শীর্ষে। রংপুর রাইডার্সের হয়ে প্রতিটি ম্যাচে মুগ্ধতা ছড়াচ্ছেন দলের সাফল্যের অন্যতম ক্রিকেটার পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ। বিপিএলের অসাধারণ পারফর্মেন্সের কারণে এবার পাকিস্তানের ঘরের মাটিতে আয়োজিত হতে যাওয়া আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে স্বপ্ন দেখছেন তিনি।
বিপিএলের এবারের আসরে নিজেকে অন্যভাবে চেনাচ্ছেন খুশদিল। প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার তাড়নায় ম্যাচে আরো ভয়ঙ্কর রুপ দেখাচ্ছেন তিনি। তাতে রংপুরের হয়ে ৯ ম্যাচে খেলা খুশদিল ৭ ইনিংসে গড়ে ৭২ করে তুলেছেন ২৮৮ রান। যেখানে কোনো শতক না করলেও আছে দুটি হাফ সেঞ্চুরিতে স্ট্রাইক রেট ১৯০ ছুঁইছুঁই।
শুধু ব্যাটিংয়ে নয়, বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তিনি। ৯ ম্যাচের ৮ ইনিংসে বল হাতে তুলে নিয়েছেন ১৪ উইকেট। বল হাতে বেশ কৃপণ ছিলেন আর তাতেই ইকোনোমি রেট দাঁড়ায় ছ’য়ের একটু বেশি। ১৪ উইকেট নিয়ে এখনপর্যন্ত বিপিএলে সবোর্চ্চ উইকেট নেয়া তালিকায় ৪র্থ স্থানে আছেন এই পাক অলরাউন্ডার।
বিপিএলে এমন পারফর্মেন্সের পর নিজ দেশের পত্রিকার শিরোনামও হয়েছিলেন খুশদিল। পাকিস্তানি গণমাধ্যমগুলোর ভাষ্যমতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের নির্বাচকদের অটোচয়েস খুশদিল। কারণ পাক শিবিরে এখন হানা দিয়েছে চোট, তাতে ছিটকে পড়ার সম্ভাবনা আছে শান মাসুদ, সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিকের।
গেলো বছর দলের হয়ে কোনো আর্ন্তজাতিক ম্যাচে মাঠে নামা হয়নি এই অলরাউন্ডারের। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। আর ওয়ানডে নেমেছিলেন ২০২২ সালের আগস্টে। তবে বিপিএল দিয়ে এবার হয়তো ভাগ্য খুলতে যাচ্ছে খুশদিলের।