ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে স্বপ্ন ভাঙল বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে স্বপ্ন ভাঙল বাংলাদেশের

বাংলাদেশের মেয়েদের সামনে সুযোগ ছিলো ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আসন্ন নারী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করার। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে কিছুটা আশা জাগিয়ে সে সুযোগ হাতছাড়া করলো টাইগ্রেসরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৮ উইকেটে হারার পর নারী বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগ হারাল তারা। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা

সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রানে আটকা পড়ে নিগার সুলতানা জ্যোতিরা। লার-সবুজ জার্সিতে সর্বোচ্চ ৩৭ রান আসে ৫৮ বলের লম্বা ইনিংস খেলা শারমিন আক্তারের ব্যাট থেকে।

এছাড়া সোবহানা মোস্তারি এবং ওপেনার ফারজানা হক পিঙ্কি যথাক্রমে ২৫ এবং ২২ রান যোগ করেন। অধিনায়ক নিগার সুলতানা জোতি ২৯ বল থেকে ১১ রান করতে সক্ষম হন। বল হাতে ৬.৫ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের কারিশমা রামহারাক ।

১১৯ রানের লো-স্কোরের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২৭.৩ ওভারে জয়ের বন্দরে নোঙ্গর করে। ওপেনিং জুটি অধিনায়ক হেইলি ম্যাটিউস এবং কিয়ানা জোসেফ দলীয় সংগ্রহে ৪৫ রান যোগ করেন, তারপরে হেইলি ম্যাটিউসকে ১২ তম ওভারে ৩৩ বলে ২২ রান করে ফেরান নাহিদা আক্তার । তাতেও খুব একটা অসুবিধায় পড়েনি তারা।

২১ তম ওভারে কিয়ানা জোসেফ ৩৯ রান করে ফেরার বাংলাদেশী পেসার মারুফা আক্তার। তবে শেমাইন ক্যাম্পবেল (২৫) এবং ডিয়ান্দ্রা ডটিন এর অপরাজিত ৩৩ রানের ইনিংসের সুবাদে উইন্ডিজরা সহজেই লক্ষ্য অর্জন করে স্বাগতিকরা।

এ হারের পর সরাসরি খেলতে না পারলেও বাছাই পর্ব খেলে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার সুযোগ থাকছে টাইগ্রেসদের। এবারের আসন্ন নারী বিশ্বকাপে স্বাগতিক ভারতসহ টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে ভারত টেবিলের দুইয়ে থাকায় ছয় নম্বর দলেরও সরাসরি সুযোগ হচ্ছে। গতকাল তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারত তবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে টপকে পাঁচে চলে যেত বাংলাদেশ।

সম্পর্কিত খবর