ম্যাচ ফির বড় অংশ ফিলিস্তিনে পাঠাবে অস্ট্রেলিয়া

ম্যাচ ফির বড় অংশ ফিলিস্তিনে পাঠাবে অস্ট্রেলিয়া

আসছে সপ্তাহে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। কুয়েত সিটিতে অনুষ্ঠিত সে খেলায় যে ম্যাচ ফি পাবে সকারুজরা, তার একটা বড় অংশ যাবে ফিলিস্তিনের গাজায়, জানাচ্ছে রয়টার্স। 

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটা অস্ট্রেলিয়ার খেলার কথা ছিল পশ্চিম তীরে, ফায়সাল আল হুসেইনি স্টেডিয়ামে। তবে শেষ কিছু দিনে দেশটিতে চলমান হামলার কারণে সেখান থেকে ভেন্যু সরিয়ে নেওয়া হয়েছে।

খেলাটি হবে এখন কুয়েতের মাটিতে, কুয়েত সিটির জাবের আল আহমাদ স্টেডিয়ামে। সে ম্যাচ থেকে যে ফি পাবে অস্ট্রেলিয়া, সেটাই পাঠানো হবে গাজায়, জানাচ্ছে রয়টার্স।

সকারুরা এই অর্থ প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে পাঠাবে। এরপর তা অক্সফাম হয়ে পৌঁছুবে গাজায়। অঙ্কটি কমপক্ষে পাঁচ অঙ্কের বলে জানাচ্ছে সংবাদ সংস্থাটি।

সম্পর্কিত খবর