সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন কিস

সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন কিস

দীর্ঘ ১৪ বছরের সাধনা আজ হাতে ধরা দিলো, অস্ট্রেলিয়া ওপেন পেল নতুন এক গ্রান্ড স্ল্যাম জয়ী। অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে গত দুই আসরের চ্যাম্পিয়ন বিশ্বসেরা আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথম বারের মত গ্রান্ড স্ল্যাম জিতেছেন ম্যাডিসন কিস। শ্বাসরূদ্ধকর ফাইনালে সাবালাঙ্কাকে ৬-৩,২-৬,৭-৫ ব্যবধানে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন।

এদিন সবকিছু ম্যাডিসনের পক্ষে কাজ করেছিল। তার ভাগ্য, তার ফিরতি শটগুলো এতটাই শক্তিশালী ছিল যে সাবালেঙ্কা রীতিমত অবাক হয়েছেন। প্রথম সেট খুব সহজেই নিজের করে নেন কিস।তবে সাবালেঙ্কা দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। কিসকে ৬-২ গেমে হারিয়ে হ্যাটট্রিক গ্রান্ড স্ল্যাম জয়ের কাছে পৌঁছে যান।

তবে তা হতে দেননি প্রথমবার গ্রান্ড স্ল্যাম জয়ের অপেক্ষায় থাকা কিস। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সাবালেঙ্কাকে ৭-৫ ব্যবধানে হারিয়ে শেষ হাসিটা নিজের করে নেন ম্যাডিসন।

এর আগেও ২০১৭ সালে একবার ইউএস ওপেনের ফাইনাল খেলেছেন ম্যাডিসন।সেবার ছোঁয়া হয়নি স্বপ্ন। গ্রান্ড স্ল্যামের সেমিফাইনালেও এর আগে ৪ বার হেরেছিলেন কিস। তবে এত সব হারার দুঃস্বপ্ন এবার আর ছুঁতে পারেনি তাকে। আকাশের দিকে হাত তুলে উদযাপন করে ম্যাডিসন জানান দিলেন- নিজের প্রথম গ্রান্ড স্ল্যাম জয়ের ইতিহাসকে।

সম্পর্কিত খবর