ব্রাদার্সে আটকে সুযোগ হারাল আবাহনী
সুযোগ ছিল পয়েন্ট টেবিলের দুইয়ে নিজেদের অবস্থান আরও পাকা করার। জিতলে শীর্ষে থাকা মোহামেডানের থেকে পয়েন্ট ব্যবধান হতো মাত্র ২। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি আবাহনী লিমিটেড।
আজ শনিবার মুন্সিগঞ্জের ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র নিয়েই প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ করলো আকাশি নীলরা। এই ম্যাচে ড্র করে ৯ ম্যাচে ৬ জয় ২ ড্র ও ১ হারে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আবাহনী।
আসর জুড়ে আবাহনীর দুর্দান্ত ফর্ম আশা জাগাচ্ছিল ম্যাচটি জয়ের। তবে তা হতে দেননি ব্রাদার্স ইউনিয়নের ডিফেন্ডাররা। এমনকি প্রথমার্ধে ব্রাদার্স পাল্টা আক্রমণ করেছে একাধিকবার।তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আকাশি নীল শিবির। বারবার আক্রমণ করেও সহজ সুযোগ হারিয়ে গোলের দেখা পাননি তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্ব শেষে ৯ ম্যাচে ৮ জয় ও ১ ড্র করে ২৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে মোহামেডান। ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী। ৯ ম্যাচে মাত্র ৫ জয়,২ ড্র ও ২ হারে বসুন্ধরা আছে টেবিলের তিনে।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের শীর্ষ ৫ ক্লাব
ক্লাব |
ম্যাচ |
জয় |
ড্র |
হার |
পয়েন্ট |
১.মোহামেডান |
৯ |
৮ |
০ |
১ |
২৪ |
২.আবাহনী লিমিটেড |
৯ |
৬ |
২ |
১ |
২০ |
৩.বসুন্ধরা কিংস |
৯ |
৫ |
২ |
২ |
১৭ |
৪.রহমতগঞ্জ |
৯ |
৫ |
০ |
৪ |
১৫ |
৫.ব্রাদার্স ইউনিয়ন |
৯ |
৪ |
৩ |
২ |
১৫ |