শীর্ষ দুইয়ে থেকে প্লে অফে যেতে চান নবী
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গ্রুপ পর্বের বাকি আছে মাত্র ১০ ম্যাচ। প্লে-অফে যাওয়ার লড়াই জমে উঠেছে বেশ। এখনও পর্যন্তএকমাত্র রংপুর রাইডার্সই পেয়েছে প্লে অফে যাওয়ার টিকিট। শীর্ষ দুইয়ে থাকায় লড়াইয়ে অনেক এগিয়ে তারা।
শীর্ষ দুইয়ে আর কে যেতে পারে তা নিয়ে চলছে আলোচনা। ফরচুন বরিশালের আফগান অলারাউন্ডার মোহাম্মদ নবী প্লে অফে শীর্ষ দুইয়ে থাকতে চাওয়ার লক্ষ্য জানিয়েছেন।
তবে কাজটা খুব একটা সহজ হবেনা। আসরের শুরু থেকেই পয়েন্ট টেবিলের দুই নাম্বার জায়গা নিয়ে চিটাগং কিংসের সঙ্গে কাড়াকাড়ি চলছে বরিশালের। তবে শেষ চার ম্যাচের ৩ টি তেই হেরে চিটাগং কিংস পিছিয়ে পড়েছে অনেকটা। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চিটাগং। আর এক ম্যাচ কম খেলে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে তামিম ইকবালের বরিশাল।
মোহাম্মদ নবী বলেন,‘দেখেন,সকলেই তার দলকে শীর্ষ দুইয়ে রাখতে চায় যেন প্লে অফে একটা ম্যাচ হেরে গেলেও ঘুরে দাঁড়ানোর বাড়তি একটা সুযোগ পায়। আমরাও এমনটাই চাই।বরিশালকে শীর্ষ দুইয়ে রাখার জন্য আমাদের এখনও ৪ ম্যাচ বাকি আছে।সবগুলো ম্যাচই ঢাকাতে। আমরা মিরপুরের কন্ডিশন কাজে লাগিয়ে চেষ্টা করবো শীর্ষ দুইয়ে থাকতে।’
এবছর বিপিএলে দর্শকরা দেখছে চার ছক্কা ও বড় রানের লড়াই। পিচের প্রশংসা করতে ভোলেননি নবী ও। পিচ নিয়ে নবী বলেন,‘এবছর তারা পিচকে দারুণভাবে তৈরী করেছে। এবছর পিচ আগের তুলনায় অনেক ভালো হয়েছে। তাই এবার অনেক রান হচ্ছে এবং কোনো কোনো সময় এটা তাড়া করে অনেক দল জিতে যাচ্ছে।
দুদিন বিরতি দিয়ে আজ ঢাকায় আবারও শুরু হবে বিপিএল। দিনের প্রথম ম্যাচে মোহাম্মদ নবীর দল ফরচুন বরিশাল মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তলানির দল সিলেট স্ট্রাইকার্সের।