বাংলাদেশ সফরে কিউই দলে ওয়াগনার

বাংলাদেশ সফরে কিউই দলে ওয়াগনার

বিশ্বকাপের আগ থেকেই চোটের কবলে পেসার ম্যাট হেনরি। ১ নভেম্বর প্রথম রাউন্ডের ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি, সেখান থেকেই ছিটকে যান বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকে। আসন্ন বাংলাদেশ টেস্ট সফরে টিম ম্যানেজমেন্ট আশা করছিল তিনি সেরে উঠবেন। সেই সূত্র ধরেই তিনি ছিলেন সফরের ১৫ সদস্যের দলেও। তবে শেষ পর্যন্ত চোটে সেরে না উঠায় ছিটকে গেলেন তিনি। তার পরিবর্তে দলে যোগ দিবেন বাঁহাতি পেসার নেইল ওয়াগনার।

সাধারণত বড় দলগুলো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সিরিজে নিজেদের সেরা দলটা খেলাতে চায় না। বিশেষ করে টেস্ট সিরিজ গুলো তে। তবে এই জায়গায় অনেকটাই ব্যতিক্রম কিউইরা। প্রতিবারই বাংলাদেশের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ধরনের সিরিজেই সেটা দেখা গিয়েছে। তার ওপর এবারের সিরিজটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বলে কথা। যেটাতে গতবার ঘরের মাঠে বাংলাদেশের কাছে হেরে পয়েন্ট হারিয়েছিল নিউজিল্যান্ড।

এবারও ব্যতিক্রম নয়। বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে আসছেন তাদের প্রথম সারির প্রায় সব ক্রিকেটারই। ইনজুরির কারণে বাঁহাতি পেসার নেইল ওয়াগনার ছিলেন না স্কোয়াডে। এবার তিনিও আসছেন টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে।

মূলত বিশ্বকাপের সময় ডান পায়ের মাংসপেশিতে চোট পান আরেক পেসার ম্যাট হেনরি। সবশেষ আপডেট অনুযায়ী বাংলাদেশ সিরিজের আগে তার ফিট হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে মাত্রই ইনজুরি থেকে ফিরে ঘরোয়া ক্রিকেটে বল করা শুরু করেছেন ওয়াগনার। যেহেতু ওয়াগনার ফিট হয়ে গেছে, তাই তিনিই আসবেন দুই টেস্টের এই সিরিজ খেলতে। তার দলে ফেরা নিয়ে নির্বাচক স্যাম ওয়েলস বলেন, "নেইলের যে দক্ষতা ও অভিজ্ঞতা তাকে বাংলাদেশ সফরে পাওয়াটা দারুণ ব্যাপার। তার রেকর্ড তার হয়েই কথা বলে। সে কী করতে পারে সেটা রেকর্ড দেখলেই স্পষ্ট হয়ে যায়৷ সে এই উপমহাদেশে অনেক ক্রিকেট খেলেছে। আমার মনে হচ্ছে সে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকবে।"

নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৬৩টি টেস্ট খেলেছেন ওয়াগনার। সেখানে নিয়েছেন ২৫৮ উইকেট। টেস্টে এর আগে বাংলাদেশের বিপক্ষে সাত ম্যাচ খেলেছেন ওয়াগনার৷ ১৪ ইনিংসে শিকার ৩৯টি উইকেট। পাঁচ উইকেট পেয়েছেন তিনবার। সাউদি-বোল্ট-ওয়াগনার ত্রয়ীর বোল্ট না থাকলেও এই সিরিজে পেস অ্যাটাকে তাদের সঙ্গী অলরাউন্ডার কাইল জেমিসন। 

আগামী ২১ নভেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা সফরকারীরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ২৮ নভেম্বর। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর মিরপুরে। দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের পরিবর্তিত টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং, নেইল ওয়াগনার।

সম্পর্কিত খবর