পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের

পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্ক যেন কমছেই না। নিত্য নতুন ঘটনা দিয়ে বিতর্কিত করেছে লিগের নতুন ফ্র্যাঞ্চইজি দুর্বার রাজশাহী। এবার ফের সেই একই ভুল করলো দলটি, পারিশ্রমিক নিয়ে সমস্যা হওয়ায় দলটির কোনো বিদেশি খেলোয়াড়রা আজ আসেনি রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে!

বিপিএল গর্ভনিং বডির নিয়মনীতির তোয়াক্কা না করে বিশেষ অনুমতি নিয়ে দেশীয় খেলোয়াড়দের নিয়েই মাঠে নেমেছে দলটি। বাইলজ মানার সুযোগ অবশ্য ছিল না। কারণ নিয়ম মতো দুই জন বিদেশি একাদশে থাকার কথা। এ অবস্থায় পিএল টেকনিক্যাল কমিটি বিশেষ ব্যবস্থায় স্থানীয় ক্রিকেটারদের নিয়ে একাদশ গড়ার অনুমতি দিয়েছে। রাজশাহী এই সুযোগ নিয়ে স্থানীয়দের নিয়েই মাঠে নামিয়েছে।

বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান গণমাধ্যমে জানিয়েছেন-তাদের রাজশাহী জানিয়েছে, বিদেশি খেলোয়াড় নিয়ে তারা একটু সমস্যায় আছে। সমস্যাটা জানায়নি। তারা আবেদন করে- এই ম্যাচটা তারা বিদেশি খেলোয়াড় ছাড়া খেলতে চায়। বিশেষ বিবেচনায় সেই অনুমতি দেওয়া হয়েছে।

আজ রোববার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হওয়ার আধ ঘন্টা পরেও খেলা মাঠে না গড়ানোয় বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ পারিশ্রমিকে বিতর্কে দুর্বার রাজশাহীর কোনো বিদেশি খেলোয়াড়ই আসেনি। তাতে দেশীয় খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী।

বিপিএল গর্ভনিং কাউন্সিল বডির শর্তানুযায়ী একাদশে কমপক্ষে ২ জন বিদেশি খেলোয়াড় রাখতে হবে। তবে আজকে সে নিয়মের ব্যতায় ঘটিয়ে বিশেষ নিয়মে দেশীয় খেলোয়াড় দিয়ে ম্যাচ চালিয়ে নেওয়াটা বিসিবি মঞ্জুর করেছে।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবির টেকনিক্যাল কমিটি। সেখানে বলা আছে, ‘রাজশাহীর অনুরোধ পর্যালোচনা করার পর এবং বিপিএল ২০২৪-২৫ এর ম্যাচ খেলার শর্তাবলীর ধারা ১.২.৮ অনুযায়ী, টেকনিক্যাল কমিটি দুর্বার রাজশাহীকে এই ম্যাচে শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে একটি দল মাঠে নামানোর অনুমতি প্রদান করেছে।’

বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান গণমাধ্যম বলেন, ‘রাজশাহী জানিয়েছে, বিদেশি খেলোয়াড় নিয়ে তারা একটু সমস্যায় আছে। সমস্যাটা কি তা বলেনি। তারা আবেদন জানিয়েছে, এই ম্যাচটা তারা বিদেশি খেলোয়াড় ছাড়া খেলতে চায়। বিশেষ বিবেচনায় আমরা তাদের সে অনুমতি দিয়েছি। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে টেকনিক্যাল কমিটির সে এখতিয়ার আছে।’

এর আগে বিল পরিশোধ জনিত ঝামেলার কারণে হোটেল পরিবর্তনের খবর শোনা গেছে দলটির বিরুদ্ধে। ঢাকার ওয়েস্টিন থেকে শেরাটনে নিয়ে এসেছে দলটির খেলোয়াড়দের।

রাজশাহীর একাদশ-
এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ (অধিনায়ক), এস এম মেহরব, জিশান আলম, ইয়াসির আলী, আকবর আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, মোহর শেখ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় ও মিজানুর রহমান। 

সম্পর্কিত খবর