চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত-বাংলাদেশ!
দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।আগামী ১৯ তারিখ পাকিস্তানে পর্দা উঠবে এবারের আসরের।আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো আয়োজিত হবে দুবাইয়ে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ভারত মুখোমুখো হবে ২০ ফেব্রুয়ারী।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে পাকিস্তান,নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে আর কোনো ম্যাচ নেই বাংলাদেশের। কাজেই প্রস্তুতিহীন প্রথম ম্যাচে কেমন খেলবে বাংলাদেশ তা নিয়ে তৈরী হয়েছে শঙ্কা।
তবে আশার বাণী শুনিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ।তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে,চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে নামার আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হতে পারে ভারত-বাংলাদেশ।যদিও প্রস্তুতি ম্যাচটি কবে হতে পারে তা নিয়ে কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।
যে কোনো বৈশ্বিক প্রতিযোগিতার আগে বিগত কয়েক বছর ধরেই প্রস্তুতি ম্যাচ আয়োজন করে আইসিসি।আয়োজক দেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই এই প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হয়।তবে এবার কিছুটা ব্যতিক্রম দেখা গেছে যে প্রস্তুতি ম্যাচ ছাড়াই মাঠে নামবে দলগুলো।
তবে আইসিসির এক কর্মকর্তা দৈনিক জাগরণকে জানিয়েছেন যে দুবাইয়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচের ব্যাপারে আলোচনা চলছে।প্রতিবেদনটি দাবি করছে যেহেতু ভারত বাংলাদেশের প্রথম খেলা দুবাইয়ে তাই দুই দল টুর্নামেন্ট শুরুর দিকে দুবাইয়েই থাকবে। অন্য দলগুলো থাকবে পাকিস্তানে। সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের প্রস্তুতি ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে।
তবে এর মাঝেও আছে যদি কিন্তুর সমীকরণ। আইসিসির টুর্নামেন্টে সাধারণত একই গ্রুপের দুই দল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় না।এ নিয়ম বহাল থাকলে ভারত বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ আয়োজিত হবেনা। সে ক্ষেত্রে ভারত প্রস্তুতি ম্যাচ খেলতে পারে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে।তবে দৈনিক জাগরণ জোর দিয়েই দাবি করছে যে প্রস্তুতি ম্যাচটি ভারত বাংলাদেশের হওয়ার সম্ভাবনা ই বেশি।