মুম্বাইয়ের পিচ বিতর্ক পৌঁছাল আহমেদাবাদে
বিশ্বকাপের ১৩তম আসর বিদায়ের দ্বারপ্রান্তে। টুর্নামেন্টে বাকি কেবল এক ম্যাচ। ২০ বছর পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অজিদের মুখোমুখি ভারত। সেই ম্যাচকে ঘিরে ক্রিকেট পাড়ায় চলছে উত্তেজনা।
আসরের প্রথম সেমিতে ম্যাচের পিচ বদল নিয়ে উঠেছিল অভিযোগ। গত বুধবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল অনলাইন দাবি করেছিল, আইসিসির অনুমতি ছাড়াই স্বাগতিকদের সুবিধা দিতে বদলে ফেলা হয়েছে ওয়াংখেড়ের পিচ। এবার সেই সূত্র ধরে এলো আরও এক সমালোচনা।
দ্বিতীয় সেমিতে দক্ষিণ আফিকাকে হারিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া। ২১৩ রানের সহজ লক্ষ্যে শুরুটা ঝোড়ো হলেও পরবর্তীতে প্রোটিয়া স্পিনে চাপে পড়ে অজিরা। ম্যাচ শেষে সেই স্পিন দুর্বলতা নিয়ে জানতে চাইলে তাদের তারকা পেসার মিচেল স্টার্ক বলেন, “আমরা এখনও জানি না পরের ম্যাচে (ফাইনালে) পিচ কেমন হতে চলেছে। আহমেদাবাদে গেলে বুঝতে পারব তরতাজা উইকেটে খেলা হবে নাকি পুরনো।”
পিচ বিতর্ক নিয়ে ম্যাচ চলাকালেই বিবৃতি দিয়েছিল আইসিসি। এই ধরণের প্রতিযগিতায় পিচ বদল স্বাভাবিক এবং এর আগেও এমন ঘটনা দেখা গেছে বলে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।