বাংলাদেশি হামজা এখন শেফিল্ডের
লেস্টার সিটির তারকা খেলোয়াড় হামজা চৌধুরীকে চলতি সিজনের শেষ পর্যন্ত লোন চুক্তিতে নিজেদের শিবিরে ভিড়িয়েছে শেফিল্ড ইউনাইটেড। এ চুক্তির ফলে হামজা চাইলে সেখানে স্থায়ী হওয়ার সুযোগও থাকছে।
বাংলাদেশী বংশোদ্ভুত মিডফিল্ডার হামজা ব্রামাল লেনে যাওয়া লেস্টারের সতীর্থ স্ট্রাইকার টম ক্যাননকে অনুসরণ করেছেন, কারণ ট্রান্সফার উইন্ডোর শেষের আগেই স্কোয়াডে নতুন খেলোয়াড় যোগ করার জন্য তহবিল মুক্তকরণের সিদ্ধান্ত নিয়েছিলো প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার।
২৭ বছর বয়সী হামজা চৌধুরীর লেস্টার সিটির সঙ্গে করা চুক্তিতে আরও দুই বছর ও ছয় মাস লেস্টারের হয়ে মাঠে নামার কথা। কিন্তু এই মৌসুমে খেলার সুযোগ পাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ায় ক্লাব ও হামজা সমঝোতার মধ্য দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন।
হামজা চৌধুরী ফক্সেসের হয়ে ৯১টি লিগ ম্যাচ খেলেছেন এবং ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডে একটি সিজন-লং লোন স্পেলে ব্লেডস বস ক্রিস ওয়াইল্ডারের অধীনে কাজ করেছিলেন। শেফিল্ডে শিবিরে শনিবার ডারবি কাউন্টির বিপক্ষে প্রমোশন চেজারদের হয়ে তার অভিষেক করতে পারেন প্রাক্তন ব্রিটিশ খেলোয়াড়।
শেফিল্ডে এস খুশি জানিয়ে হামজা চৌধুরী বলেন,‘এটা কয়েক সপ্তাহ ধরে চলছিল কিন্তু আমি এখানে এসে খুব খুশি এবং শুরু করতে প্রস্তুত। আমি দেখেছি যে দলটি কোন অবস্থানে রয়েছে এবং আমি এখানে এসে তাদের সাহায্য করতে চাই।’
এ সময় তিনি আরো বলেন,‘আমি ওয়াটফোর্ডে গাফারের সঙ্গে কয়েক মাস কাজ করেছি, সেটা সংক্ষিপ্ত ছিল, তবে আমি সেটা উপভোগ করেছিলাম, তাই যখন তিনি ফোন করেছিলেন তখন আমার কাছে একটাই উত্তর ছিল।'