ছুটিতে লিটন, লাল বলের নতুন অধিনায়ক শান্ত

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০২:২৯ পিএম | ১৮ নভেম্বর, ২০২৩

বিশ্বকাপে চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজ মিস করবেন সাকিব আল হাসান সেটা আগেই জানা ছিলো। সংশয় ছিলো নিয়মিত ভাইস-ক্যাপ্টেন লিটন দাসের খেলা নিয়েও। কারণ তিনি ছুটি চেয়েছেন৷ প্রশ্ন উঠেছিলো তাদের অনুপস্থিতিতে কিউইদের বিপক্ষে দলে নেতৃত্ব দিবেন কে? গুঞ্জন ছিলো তাদের অনুপস্থিতিতে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়কত্ব করতে পারেন নাজমুল হোসেন শান্ত। এবার সেটাই সত্যি হলো।  

ওয়ানডেতে বাংলাদেশকে তিন ম্যাচে নেতৃত্ব দেওয়া শান্ত পেয়েছেন টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এর আগে নিয়মিত অধিনায়ক সাকিবের ইনজুরিতে সহ-অধিনায়ক লিটন অধিনায়কত্ব করেছিলেন এবং আফগানদের বিপক্ষে রেকর্ড ৫৪৬ রানের জয়ও পেয়েছিলো। এবারও তারই অধিনায়কত্ব করার কথা ছিলো। তবে সদ্যই কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। স্ত্রী ও কন্যার পাশে থাকতেই আসন্ন এই সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। সেখানে এক মাসের ছুটি মঞ্জুর করেছে বিসিবি। এতেই কপাল খুলে শান্তর।

টপ-অর্ডার এই ব্যাটার সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন ২৩ ম্যাচে। নামের পাশে আছে ১২০০-এর বেশি রান, চার সেঞ্চুরি আর তিন ফিফটি৷ এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন এই ব্যাটার। এরপর বিশ্বকাপে ছিলেন সাকিবের ডেপুটি। বিশ্বকাপে ইনজুরির কারণে সাকিব মিস করেছেন দুই ম্যাচ৷ সেখানেও অধিনায়কত্বের ভার ছিলো শান্তর কাঁধে।  

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ২৮ নভেম্বর। ঢাকায় পরের টেস্ট শুরু ৬ ডিসেম্বর।

খেলার দুনিয়া | ফলো করুন :