মেয়েদের ম্যাচ বন্ধ ও ভাঙচুরে বাফুফের কড়া প্রতিবাদ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৫:৪২ পিএম | ২৯ জানুয়ারি, ২০২৫

নারী ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদে মাঠে ভাঙচুরের ঘটনা নিয়ে প্রতিবাদ জানাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠের ঘেরাও করা টিনের বেড়া ভাঙচুরের পর নারীদের প্রীতি ফুটবল ম্যাচটি বাতিল করা হয়। তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় মুসল্লিদের প্রতিবাদে পণ্ড হয়ে যায় সেই ম্যাচটি।

গত মঙ্গলবার বিকেলে মিছিল নিয়ে এসে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন একদল মানুষ। আর এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার হতেই গোটা দেশে ছড়িয়ে পড়ে। অনেকেই এমন ঘটনার প্রতিবাদ জানান।

এবার বাফুফেও ঘটনাটির আনুষ্ঠানিক প্রতিবাদ জানাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করার উদ্দেশ্যে টিনের বেড়া ভাঙচুরের ঘটনাকে সমর্থন করে না। ফুটবল সবার জন্য এবং নারী ফুটবলারদের খেলাধুলায় অংশগ্রহণের পূর্ণ অধিকার রয়েছে। নারীদের খেলাধুলায় বাধা সৃষ্টি করা ক্রীড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিপন্থী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বাস করে, দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।’

বিজ্ঞপ্তিতে বাফুফে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবিও জানিয়েছে, ‘নারীদের ফুটবল খেলায় যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা হোক। একই সঙ্গে, স্থানীয় সামাজিক সংগঠন ও ব্যক্তিত্বদের নারীদের ক্রীড়াচর্চায় সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জানাই, যাতে ফটুবলসহ সব খেলাধুলায় নারী ও কিশোরীরা অবাধে অংশ নিতে পারে।’

খেলার দুনিয়া | ফলো করুন :