বিশ্বকাপ ব্যর্থতার কারণ এখনও জানে না বিসিবি

বিশ্বকাপ ব্যর্থতার কারণ এখনও জানে না বিসিবি

বিশ্বকাপের পর্দা নামতে যাচ্ছে কাল, আহমেদাবাদে ভারত আর অস্ট্রেলিয়া মুখোমুখি হবে বৈশ্বিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। তবে বাংলাদেশের বিশ্বকাপের পর্দা বহু আগেই নেমে গেছে। এমনকি নিজেদের দুই ম্যাচ বাকি থাকতেই শেষ হয়ে গিয়েছিল সেমিফাইনালের আশা। ম্যাচ জিতেছে মোটে দু’টি, আছে নেদারল্যান্ডসের কাছে হারও। বাকি সব ম্যাচে অসহায় আত্মসমর্পণ তো আছেই। সব মিলিয়ে খোলা চোখেই দেখা যাচ্ছে দলের বিশ্বকাপ যাত্রাটা ব্যর্থই। 

সে বিষয়টা অধিনায়ক সাকিব আল হাসান মেনে নিয়েছিলেন বিশ্বকাপ চলাকালে। এবার বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস। জানালেন, এমন পারফর্ম্যান্সের দায় বিসিবিরই। বললেন, ‘আমাদের দায়বদ্ধতা তো আছে। টিম খারাপ করলে আমাদের সবাইকে মেনে নিতে হবে। বোর্ডকে নিতে হবে, আমার কমিটিকে নিতে হবে। এটা তো আমি স্বীকার করে নিয়েছি। এটা কেউ চাইনি। এই ধরনের রেজাল্ট যে হবে, আমরা কেউ এক্সপেক্ট করিনি। অন্তত যে কোনো একটা ট্যুরে খেলব, আমাদের টার্গেট থাকে।’

এমন বাজে বিশ্বকাপ অবশ্য ভবিষ্যতের জন্য শিক্ষা দিয়ে যায় দলকে। সেজন্যে অবশ্য কারণ খুঁজে বের করতে হবে আগে। সে কারণ অবশ্য এখনো জানে না বিসিবি। কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের রিপোর্ট দেখে বোঝা যাবে সমস্যাগুলো, জানালেন জালাল। 

তিনি বলেন, ‘আমাদের টার্গেট ছিল সেমিফাইনাল। অন্তত সেমিফাইনাল রিচ না করলেও ৪-৫ টা ম্যাচ জয়ের চেষ্টা ছিল। তবে কী কারণে হয়নি জানি না। এখনও কারণ জানা হয়নি। আমরা টিম রিপোর্ট চেয়েছি। আমরা হেড কোচকে একটা রিপোর্ট দিতে বলেছি, টিম ডিরেক্টরও একটা রিপোর্ট দিবে। এই রিপোর্ট দুইটা আসলে বিস্তারিত কারণগুলো বোঝা যাবে।’

বিশ্বকাপের ঠিক আগে তামিম ইকবালের সাক্ষাৎকার, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও, এরপর সাকিব আল হাসানের সাক্ষাৎকার… সব মিলিয়ে বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ ক্রিকেটে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটে গেছে। সেসব নিয়েও ভাবছে বিসিবি। আসছে বোর্ড সভাতেই এ নিয়ে হতে পারে আলোচনা।

জালাল বলেন, ‘সাক্ষাৎকারগুলোর পর পরই বিশ্বকাপ চলে এসেছে। যেহেতু আমরা সময় পাইনি যদি প্রয়োজন পড়ে, আগে বলে নিই আমরা একটা প্ল্যাটফর্ম ঠিক করেছি, ক্রিকেট বোর্ডে কথা বলে আলাপ আলোচনা করব। অবশ্যই টিম ইন্টারেস্টেড, ক্রিকেটের ইন্টারেস্টেডের জন্য যা কিছু করা লাগে করতে হবে।’

সম্পর্কিত খবর