নিউজিল্যান্ড সিরিজের দলে একাধিক নতুন মুখ
বিশ্বকাপের পর দম ফেলার ফুরসৎ নেই বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ অপেক্ষা করছে এর ঠিক পরেই। তবে সেই সিরিজে লিটন দাস আর সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। ফলে নেতৃত্ব গেছে নাজমুল হোসেন শান্তর কাছে। আর দলে দেখা মিলেছে একাধিক নতুন মুখের। হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দীপু আর হাসান মুরাদকে আনা হয়েছে দলে।
নতুনদের মধ্যে হাসান মাহমুদের আন্তর্জাতিক ক্রিকেট অভিজ্ঞতা আছে। সবশেষ বিশ্বকাপেও দলে ছিলেন, খেলেছেন ম্যাচ। সাদা বলের ক্রিকেটে খেললেও লাল বলের ক্রিকেটে খেলা হয়নি তার। এবার তার সামনে খুলল অভিষেকের দুয়ার।
শাহাদাত দীপু আগেও অবশ্য দলে ডাক পেয়েছেন। তবে একাদশে জায়গা পাননি এখনো।
বাঁহাতি স্পিনার হাসান মুরাদ অবশ্য তাদের চেয়ে আলাদা। তিনি এবারই প্রথম দলে জায়গা পেলেন এবার। ২০২১ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর থেকে ২৫ ম্যাচে নিয়েছেন ১২১ উইকেট।
২৮ নভেম্বর সিলেটে শুরু প্রথম টেস্ট। এরপর ৬ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট।
স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান , মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত দীপু, হাসান মুরাদ