আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন সাকিব
ক্রিকেট মাঠের সঙ্গে এবার রাজনীতির মাঠেও লড়বেন সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লিগের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে তাকে। আজ শনিবার দলটির মনোনয়নপত্র কিনেছেন তিনি।
মনোনয়নপত্র অবশ্য একটি নয়, সাকিব কিনেছেন তিনটি। ঢাকা-১০ ও মাগুরা ১, ২ আসনের মনোনয়নপত্র কিনেছেন তিনি।
সাকিব আল হাসান এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তিনি সশরীরে মনোনয়নপত্র নেননি। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার স্বজনরা। আজ শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
ক্যারিয়ার শেষের আগেই ক্রিকেটারদের রাজনীতির মাঠে চলে আসা অবশ্য নতুন কিছু নয়। ২০১৮ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। নির্বাচনে জয়লাভ করে বর্তমানে তিনি আছেন সংসদ সদস্য হিসেবে।