চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কদের নিয়ে অনুষ্ঠান বাতিল
আইসিসির যে কোনো বড় টুর্নামেন্টের আগেই অধিনায়কদের মিলনমেলা দেখা যায়। আসর শুরুর আগে অধিনায়কদের নিয়ে একসঙ্গে আড্ডা কিংবা ফটোসেশন আইসিসি ইভেন্টের নিয়ম হয়ে গিয়েছিল বললেই চলে। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘটতে যাচ্ছে সেই নিয়মের উল্টো চিত্র।
১৯ ফেব্রুয়ারী পাকিস্তানে পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। ‘ক্যাপ্টেন্স ইভেন্ট’ আয়োজন নিয়ে নানা আলোচনা থাকলেও এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অধিনায়কদের এই অনুষ্ঠান হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ ও পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
আইসিসির নিয়ম অনুযায়ী স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠান করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে যাদের নিয়ে এ অনুষ্ঠান তাদেরই পাওয়া যাচ্ছে না ব্যস্ততার কারণে। রোহিত শর্মাকে পাকিস্তানে না পাঠানো নিয়ে জলঘোলা কম হয়নি। এরপর আবার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অধিনায়ককে পাওয়া নিয়েও তৈরী হয়েছে শঙ্কা।
রোহিতের বিষয়টা ক্রিকেটীয় রাজনীতির হলেও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অধিনায়ককে পাওয়া যাচ্ছেনা তাদের ব্যস্ত ক্রিকেট সূচির কারণে। যদিও অনুষ্ঠান না করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিসিবি।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ০৯ মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির। আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ভারতের আপত্তির মুখে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। যেখানে ভারতের ম্যাচগুলো আয়োজিত হবে দুবাইয়ে।