বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞায় সম্পৃক্ততা প্রত্যাখান বিসিবির
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এবারের আসরে মাঠের থেকে মাঠের বাইরের বিষয় নিয়ে কথা হচ্ছে বেশি। বিশেষ করে স্পট ফিক্সিং ইস্যুতে টালমাতাল এবারের বিপিএল। যেখানে নাম এসেছে এনামুল হক বিজয় সহ আরও ৯ ক্রিকেটারের। বিজয়কে বিদেশ যাত্রায় বিসিবির নিষেধাজ্ঞা নিয়েও উঠেছিল গুঞ্জন।
গুঞ্জনকে ছাপিয়ে বিজয়ের নিষেধাজ্ঞার বিষয়টি খবরের শিরোনামও হয়েছে। এ নিয়ে সারা দিনে বিসিবি থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও অবশেষে মুখ খুলেছে বিসিবি। বিজয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়টিতে বিসিবির সম্পৃক্ততাকে প্রত্যাখান করেছে বিসিবি।
বিসিবি এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে,‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে উদ্বেগ প্রকাশ করছে। দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার এনামুল হক বিজয় দুর্নীতি দমন আইন সম্পর্কিত আইনি জটিলতায় কারণে ‘দেশের বাইরে ভ্রমণ বা দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা’ জারি করা হয়েছে। বিসিবি স্পষ্ট করে বলতে চায়, এনামুলের ওপর এই ধরনের কোনও ব্যবস্থা আরোপ করা হয়েছে বলে বিসিবি অবগত নয়।’
এছাড়া স্পট ফিক্সিংয়ের সত্যতা যাচাই করতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানায় বিসিবি। তারা বলে,‘ফিক্সিং ইস্যুতে কোনো প্রকার আপোস করবে না বিসিবি। স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে যারা বিচক্ষণতার সঙ্গে সবকিছু পর্যবেক্ষণ করবে। ক্রিকেটে স্বচ্ছতা নিশ্চিত করতে বিসিবি সদা প্রতিশ্রুতিবদ্ধ।