বরিশালকে হারিয়ে শীর্ষ দুইয়ে চিটাগং

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:২৩ পিএম | ০১ ফেব্রুয়ারি, ২০২৫

দুই দলের প্লে-অফ ইতোমধ্যেই নিশ্চিত। ফরচুন বরিশালের জন্য এটা ছিল কেবলমাত্র নিয়ম রক্ষার ম্যাচ। তবে চিটাগং কিংসের জন্য ম্যাচটা ছিল শীর্ষ দুইয়ে যাওয়ার লড়াই। সুযোগটা কাজেও লাগিয়েছে তারা দারুণভাবে। বরিশালকে হারিয়েছে ২৪ রানে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২০৬ রান তোলে চিটাগং। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রানেই থেমে যায় বরিশালের ইনিংস।

২০৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তামিম ইকবালের উইকেট হারায় বরিশাল। কোনো রান না করে সাজঘরে ফেরেন তামিম। আরেক ওপেনার তৌহিদ হৃদয়ও ফেরেন দলীয় ১৩ রানের মাথায়। তবে উইকেটের একপ্রান্ত থেকে ব্যাট চালিয়েছেন ডাভিদ মালান। ৩৪ বলে ৬৭ রানের ইনিংস খেলেন এ ইংলিশ ব্যাটার। মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২২ বলে ধীর গতির ২৪ রান। শেষ চেষ্টাটা মাহমুদুল্লাদ রিয়াদ করেছিলেন অবশ্য কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। রিয়াদের ব্যাট থেকে আসে ৪১ রান।

এর আগে শীর্ষ দুইয়ে যাওয়ার লড়াইয়ে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু পায় চিটাগং। পাওয়ার-প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৫ রান তোলেন দুই ওপেনার খাজা নাফে ও পারভেজ হোসেন ইমন। দলীয় ৫৮ রানে খাজার বিদায়েও দমানো যায়নি চিটাগংকে। দ্বিতীয় উইকেটে গ্রাহাম ক্লার্ককে নিয়ে ৭০ রানের জুটি গড়েন ইমন। ১২৮ রানের মাথায় ৪১ বলে ব্যক্তিগত ৭৫ রান করে সাজঘরে ফেরেন ইমন। ক্লার্কও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ফেরেন ২৬ রান করে। তবে শেষে বোলারদের উপর রীতিমত তান্ডব চালান হায়দার আলী ও শামিম হোসেন পাটোয়ারী। শামিম ১২ বলে ৩০ ও হায়দার খেলেন ২৩ বলে ৪২ রানের ইনিংস। আর তাতেই ২০৬ রানের পুঁজি পায় মোহাম্মদ মিঠুনের দল।

এ জয়ে ১২ ম্যাচে ৯ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে চিটাগং। প্রথম কোয়ালিফায়ারে বরিশালের মুখোমুখি হবে মিঠুনের দল।

খেলার দুনিয়া | ফলো করুন :