“১০০ বারের এমন ফাইনালে ৯৫ বারই জিতবে ভারত”
এবারের বিশ্বকাপ আসরে দুর্দান্ত ফর্মের সঙ্গে টানা ১০ জয় তুলে নিয়ে ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে ভারত। আহমেদাবাদে ১ লক্ষ ৩০ হাজার দর্শকের সামনে আজ হবে সেরাদের এই লড়াই। ১৯৮৩ ও ২০১১ এর পর এখন তৃতীয় বারের মতো সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরতে মরিয়া হয়ে আছে ভারতের খেলোয়াড়েরা।
ইংল্যান্ডের কিংবদন্তী ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের মতে, অস্ট্রেলিয়া-ভারতের মধ্যে ১০০ বার যদি ফাইনাল ম্যাচটি খেলানো হয় তবে ৯৫ বারই জয় তুলে নিবে ভারত।
এবারের আসরে ভারত যেরকম ফর্মে রয়েছে, তার উপর ভিত্তি করেই মূলত তিনি এই কথাটি বলেছেন। শুরু থেকেই এবার পারফরম্যান্সের তুঙ্গে রয়েছে পুরো ভারত দল। পূর্বের কোনো বিশ্বকাপেই এরকম আগ্রাসনের সঙ্গে ভারতের এরকম দাপুটে খেলা দেখা যায়নি।
“ভারত তাদের নিজস্ব কন্ডিশনে এতটাই শক্তিশালী যে, আমার মতে তারা ১০০ টির মধ্যে ৯৫ বার এই ফাইনাল জিতবে।"- ডেইলি মেইলের কলামে এমনটাই লিখেছেন ব্রড।
“তাদের শক্তি পরিমাপ করার জন্য আপনাকে কেবল তাদের লাইনআপের দিকে তাকাতে হবে। তাদের শীর্ষ ছয়জন রয়েছে যারা সবাই ম্যাচ জেতাতে পারে, সেঞ্চুরি করতে পারে। তাদের যেকোনো বোলারই পাঁচ উইকেট নিতে পারে। বিশ্বকাপে তারাই একমাত্র দল যার সম্পর্কে আপনি এটা জোর দিয়ে বলতে পারেন।"
তিনি আরও বলেন, “ভারতের বিশ্বকাপ জেতা টা অনেকটা ব্রাজিলের ফুটবলের সমতুল্য, ব্রাজিলের জয়ের মতো। এতে কিছুটা ম্যাজিক আছে।"
“আর ব্যক্তিগতভাবে আমি মনে করি, আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত গর্জে উঠলে এটি দুর্দান্ত হবে। কারণ এই জয় পরবর্তী প্রজন্মের ক্রিকেটের পাওয়ার হাউসকে অনুপ্রাণিত করবে, ঠিক যেমনটি তাদের ২০১১ সালের জয় করেছিল।"