প্লে-অফে তারকাদের ভিড় বিপিএলে

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:৫৬ পিএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লে-অফের প্রথম ম্যাচে আজ মুখোমুখি রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। এই লড়াইয়ের আগেই দুই দলে যুক্ত হয়েছেন বেশ কজন বিদেশি খেলোয়াড়। আর ফরচুন বরিশালের শিবিরেও যুক্ত হচ্ছেন দুই বিদেশি খেলোয়াড়। প্লে-অফকে সামনে রেখে তারকাদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে বিপিএলের এবারের আসর।

টানা আট ম্যাচ জয়ে আগে সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর রাইডার্সে শেষ দিকে এসে বেশ কয়েকটি ম্যাচ টানা হেরেছে। তারওপর কয়েকজন বিদেশি খেলোয়াড়কে মাঝপথে ছাড়তে হয়েছে তাদের। তাতে প্লে অফে নিশ্চিতের পরপরই ঘোষণা দিয়েছিল চার জন বিদেশি খেলোয়াড় যুক্ত হতে যাচ্ছে রংপুরের শিবিরে। যেখানে নাম আছে অজি তারকা ডেভিড ওর্য়ানার, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সুনিল নারিন ও পাকিস্তানের ইউসুফ আলীর মতো খেলোয়াড়।

তারই ধারাবাহিকতায় এবার খুলনা টাইগার্সও তাদের দলকে শক্ত করতে বিদেশি খেলোয়াড়কে নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে। আজ সোমবার সকালে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দলে যুক্ত হওয়া খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে দক্ষিণাঞ্চলের দলটি। ক্যারিবিয়ান তারকা শিমরান হেটমায়ার এবং জেসন হোল্ডার আসছেন মেহেদি হাসান মিরাজের দলে।

এবারের বিপিএলর শেষ ম্যাচে চমক দেখিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। যেখানে দলের দেশী খেলোয়াড়দের অবদানই ছিল বেশী। তবে বিদেশিদের মধ্যে নিয়মিত জ্বলে উঠেছেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ ও অস্ট্রেলিয়ান উইলিয়াম বোস্টিস্টো। তবে প্লে-অফে জায়গা নিশ্চিতে নতুন করে আশা দেখছেন মিরাজরা। তাই কোন ঝুঁকি নিতে চাইছেন না তারা।

অন্যদিকে টেবিলের শীর্ষে থেকে প্লে অফে উঠা ফরচুন বরিশালের শিবিরে আবোরো ফেরত আসছেন কাইল মায়ার্স। আর প্লে-অফে ম্যাচকে সামনে তামিমের দলে যুক্ত হচ্ছেন আফগান স্পিন তারকা নুর আহমদও পূর্ব ঘোষিত কিউই তারকা অ্যাডাম মিলনে। সব মিলিয়ে এবারের বিপিএল তারকা ব্যটারদের দিয়ে জমজমাট হতে যাচ্ছে।  

খেলার দুনিয়া | ফলো করুন :