২৪ ঘণ্টার মধ্যে উকিল নোটিশ পাঠাবেন বিজয়

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০২:১৯ পিএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

বিপিএলে প্লে অফের আগে বিদায় নিয়েছে এনামুল হক বিজয়ের দল দুর্বার রাজশাহী। তবে যাওয়ার আগে নানা সমালোচনা জন্ম দিয়েছে দলটি। পাশাপাশি এবারের বিপিএল ম্যাচ পাতানোর অভিযোগও আছে দলটির সাবেক অধিনায়ক বিজয়ের বিরুদ্ধে। দেশীয় গণমাধ্যম সহ আর্ন্তজাতিক নানা গণমাধ্যমে খবরের শিরোনামও হয়েছেন বিজয়। তবে এবার সেই অভিযোগের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুশিয়ারি দিয়েছেন তিনি

বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগ নিয়ে নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এনামুল। সেখানে তিনি বলেন, ‘গত চার-পাঁচ দিনে আমার পরিবার এবং ওপর দিয়ে যা যাচ্ছে, সেটা আসলে কারোরই জানা নাই। শুধু জানা আছে আমার। আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই। কিন্তু ওরকম পরিস্থিতিতে ছিলাম না, তাই কিছু বলা হয়নি। যখন দেখলাম বিসিবি, আমাদের অভিভাবক, তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদমাধ্যমে। যেটার পরেই আসলে কথা বলার একটা সুযোগ হয়েছে। আমি মনে করি সেটা কথা বলার পারফেক্ট সময়।’

এসময় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘মাশালা’ মিশ্রিত উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে আমার ওপর দিয়ে যে জিনিসটা যাচ্ছে, ভবিষ্যতে এই জিনিসটা যেতে পারে অন্য কোনো খেলোয়াড়ের কাছে। এর আগেও এ রকম দেখেছি অনেক খেলোয়াড়ের যেকোনো নিউজ তার কথা না শুনে, যে কোনো একটা তথ্য পেয়ে সেটাকে নিউজ করে দেওয়া। জানি না আপনারা কী মজা পান। কিন্তু একবার ভেবে দেখবেন তার পরিবারের ওপর দিয়ে কী যায় বা তার মানসিক অবস্থাটা কী থাকে।’

এ সময় আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যেই উকিল নোটিশ পৌঁছে যাবে তাদের কাছে।

খেলার দুনিয়া | ফলো করুন :