মাত্র ৮৫ রানেই অলআউট রংপুর!

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:০৫ পিএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

গ্রুপ পর্বের প্রথম ৮ ম্যাচের ৮টি তেই জয়। এমন অপ্রতিরোধ্য ভাবেই আসর শুরু করা রংপুর রাইডার্স গ্রুপ পর্ব শেষ করেছে শেষ ৪ ম্যাচ হেরে। আজ এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে অলআউট হয়েছে মাত্র ৮৫ রানে।

আর সোমবার দিনের প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে সিদ্ধান্তটা নিজেদের পক্ষে যায়নি। খুলনার বোলিং তোপে মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায় সোহানের দল।

ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে রংপুরের ব্যাটিং শিবির। অধিনায়ক সোহান ও আকিফ জাভেদ ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। প্রথম ওভারের দ্বিতীয় বলে কোনো বল মোকাবেলা না করেই রান আউটে কাটা পড়েন ওপেনার সৌম্য সরকার। আরেক ওপেনার ইংলিশ ব্যাটার জেমস ভিন্সও ফেরেন তার পরের ওভারে নাসুম আহমেদের প্রথম শিকার হয়ে। চতুর্থ ওভারে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তুলে নেন সাইফ হাসানের উইকেট। তার ব্যাট থেকে আসে ১০ বলে ৪ রান। মাহেদি হাসান ফেরেন নাসুমের দ্বিতীয় শিকার হয়ে। মোহাম্মাদ সাইফুদ্দিনও দাঁড়াতে পারেননি উইকেটে। ফিরেছেন ৮ বলে ৮ রান করে।

প্রথম পাওয়ারপ্লেতে ১৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি রংপুর। এবারের আসরে রংপুরের হয়ে প্রথম ম্যাচে আলো ছড়াতে পারেনি আন্দ্রে রাসেলও। ৯ বলে ৪ রানে করেন ওয়েস্ট ইন্ডিজের এই হার্ডহিটার ব্যাটার। তবে অধিনায়ক সোহান এক প্রান্ত থেকে বিপর্যয় সামালের চেষ্টা করেছেন। তার ব্যাট থেকে আসে ২৩ রান। শেষে আকিফ জাভেদের ১৮ বলে ৩২ রানের ইনিংসে ভর করে ৮৫ রান করতে পেরেছে রংপুর।

খুলনার হয়ে অধিনায়ক মিরাজ ও নাসুম নিয়েছেন ৩ টি করে উইকেট।

 

খেলার দুনিয়া | ফলো করুন :