যেসব রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত
এবারের বিশ্বকাপে নিজেদের সেরা ফর্মে রয়েছে ভারত। পুরো দলের দুর্দান্ত পারফরম্যান্সে একের পর এক দাপুটে জয়ের পর আজ ফাইনাল খেলতে নামছে রোহির শর্মার দল। তাদের বিপরীতে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
ইতিমধ্যেই বেশ কয়েকটি রেকর্ড নিজের নামে করে নিয়েছেন ভারতের একের অধিক খেলোয়াড়। আজ ফাইনাল জিতলে আরও কিছু রেকর্ডের মালিক হওয়ার সুযোগ রয়েছে তাদের হাতে। সেই সুযোগটি নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না তারা।
- আজ জয় ছিনিয়ে নিয়ে ভারত যদি ১৯৮৩ ও ২০১১ সালের বিশ্বকাপ শিরোপার সাথে আরেকটি ট্রফি যোগ করতে পারে, তবে তারা পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথম দেশ হবে যারা ঘরের মাটিতে দু'বার টুর্নামেন্ট জিতেছে।
- সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০তম ওয়ানডে সেঞ্চুরির পর বিরাট কোহলি একক পুরুষ ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড (৭১১) ভেঙে নিজের রানসংখ্যা আরও বাড়িয়ে তুলতে পারেন।
- রোহিত শর্মা ইতিমধ্যে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির (৭টি) রেকর্ডের মালিক। ভারত অধিনায়ক যদি অজিদের বিরুদ্ধে আজ ট্রিপল ফিগারে পৌঁছাতে পারেন তবে রেকর্ডের খাতায় আরও স্পষ্টভাবে নিজের নাম লেখার সুযোগ পাবেন।
- রোহিত এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫৫০ রান করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও ৯৯ রান করে পুরুষ ক্রিকেট বিশ্বকাপের যেকোনো এক সংস্করণে সর্বাধিক রানের নিজের ব্যক্তিগত রেকর্ড (৬৪৮) ভেঙে ফেলতে পারেন।
- মোহাম্মদ শামি তিনটি ভিন্ন পুরুষ ক্রিকেট বিশ্বকাপে মোট ৫৪ টি উইকেট নিয়েছেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি উইকেট নেওয়ার ফলে তিনি পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম (৫৫) ও শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাকে (৫৬) ছাড়িয়ে যাবেন। সেইসাথে এবারের আসরে ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে উঠবেন।
- শ্রেয়াস আইয়ার ফাইনালে ২৪ রান করে শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা এবং বিরাট কোহলির সমন্বয়ে গঠিত ভারতীয় কিংবদন্তিদের দলে যোগ দিতে পারেন এবং পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের এক সংস্করণে ৫৫০-এর বেশি রান করা তার দেশের চতুর্থ ব্যাটসম্যান হতে পারেন।
- লোকেশ রাহুল পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ভারতের হয়ে অষ্টম সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪ রান করে সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে (৭৮০ রান) ছাড়িয়ে যেতে পারেন।