আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ
২০১৫ সালে বোলিং অ্যাকশনের কারণে নাম উঠেছিল সন্দেহের খাতায়। তবে সেবার পরীক্ষা দিয়ে উতরে যান আরাফাত সানি। এবার ১০ বছর পর আবারও তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা।
সন্দেহের শুরুটা হয় ১ ফেব্রুয়ারী ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ম্যাচে। সে ম্যাচে বড় ব্যবধানে জয় পায় চিটাগং। ঐ ম্যাচে ৪ ওভার বল করে ৪১ রান দিয়ে সানি নিয়েছিলেন ১ উইকেট। সেদিনই তার বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করে ম্যাচ রেফারিকে জানায় মাঠের আম্পায়াররা। আর সে কারণেই দ্বিতীয়বারের মত বোলিং পরীক্ষা দিতে হচ্ছে সানিকে।
নিয়ম অনুযায়ী বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার ৭ দিনের মাঝেই পরীক্ষা দিতে হয়। এই ৭ দিনের মাঝে অনুষ্ঠিত সব ম্যাচই খেলতে পারবেন ঐ খেলোয়াড়। তাই সানিও গতকাল প্রথম কোয়ালিফায়ারে মাঠে নেমেছিলেন। এমনকি আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সে বিপক্ষে মাঠে নামতেও কোনো বাধা নেই তার। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ তারিখ বোলিং অ্যাকশন পরীক্ষা দিবেন সানি।
এর আগে চলতি বিপিএলে বোলিং অ্যাকশনের বৈধতার পরীক্ষা দিতে হয়েছিল চিটাগংয়ের আরেক স্পিনার আলিস আল ইসলামকেও। যদিও বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে গেছেন আলিস।
বিপিএলের এবারের আসরে ৯ ইনিংস বল করে ২৪.৯০ গড়ে ১০ উইকেট নিয়েছেন আরাফাত সানি।