রোহিতকে ফাইনালে বোলিং করতে বললেন রায়না
দলের মূল সারির একমাত্র ডানহাতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে তিনি খেলেছেন কেবল এক ম্যাচে। তাও আবার সেই অজিদের বিপক্ষেই, প্রথম রাউন্ডের ম্যাচে। নিজেদের সর্বশেষ ছয় ম্যাচে কোনো ডানহাতি স্পিনার ছাড়াই খেলেছে স্বাগতিকরা। সেখানে স্পিনারদের অভাব বুঝতে দেয়নি জাদেজা-কুলদীপদের দুর্দান্ত ফর্ম।
অজিদের শুরুর দুই ব্যাটার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড, দুজনেই বাঁহাতি ব্যাটার। তারাও আছেন বেশ ছন্দে। তাদের ভালো শুরু হুমকি হয়ে দাঁড়াতে পারে রোহিত শর্মার দলের জন্য। এ ভাবনা থেকেই রোহিতকে এই ম্যাচে ২-৩ ওভার বল করার করার পরামর্শ দিলেন দলের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়াকে এক সাক্ষাৎকারে রায়না বলেন, “আমি বলব রোহিত শর্মার উচিত ২-৩ ওভার বল করা। যখন সামনের দলে একাধিক বাঁহাতি ব্যাটার থাকে, তখন শুরুর দিকে এই ভূমিকা কার্যকরী হতে পারে।”
সর্বশেষ ছয় ম্যাচ ধরে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে ভারত। সেখানে দারুণ ছন্দে আছেন তারা এবং এটিকেই সুপার ইলেভেন মানছেন সবাই। এমন কম্বিনেশনে পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে। এমন অবস্থাতে, রোহিতের ডানহাতি স্পিন দলের হয়ে কার্যকরী ভূমিকা পালন করবে বলেও জানান রায়না।
পাঁচ বছর আগে ৩১ বছর বয়সেই নিজের শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন 'মিস্টার আইপিএল' খ্যাত রায়না। একদিনের ফরম্যাটে দলের হয়ে ২২৬ ম্যাচে ৫৬১৫ রান, বল হাতে ৩৬টি উইকেট নিয়েছেন ২০১১ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার।