বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:৪২ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

দেশের ক্রিকেটে কম অবদান ছিলো না সাকিব আল হাসানের। দেশের পোস্টার বয় খ্যাত এই তারকা খেলোয়াড় রাজনীতিতে জড়িত হয়ে খুইয়েছেন সম্মান। কথায় আছে ‘সবভাল তার শেষভাল যার’ আর সেটাই সত্যি হতে যাচ্ছে সাকিবের। দেশে ফিরতে না পারার মধ্যে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান।


বিসিবি সুত্রে সাকিবের বাদ পড়ার খবর সম্পর্কে জানা গেছে। ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির জন্য খসড়া তৈরি করেছেন বিসিবির নির্বাচকরা। সেখানে তিন ফরম্যাটের চুক্তির জন্য রাখা হয়েছে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ আর তাসকিন আহমেদের সঙ্গে আছেন জাকের আলী অনিক। যেখানে নেই সাকিবের নাম। তাতে ১৭ বছরে প্রথমবারের মতো বাদ পড়ছেন তিনি।

টেস্ট ও ওয়ানডের চুক্তিতে থাকছেন মুশফিকুর রহিম ও নাহিদ রানা। অন্যদিকে শুধুমাত্র ওয়ানডে চুক্তিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কেননা অন্যান্য ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছেন রিয়াদ। রিয়াদের ব্যাপারে বোর্ড সূত্র জানিয়েছে ‘আমরা রিয়াদের ব্যাপারে স্পষ্ট কিছু জানি না। তবে এ ব্যাপারে ওর সঙ্গে কথা বলা হবে।’

সাদা বলের দুই ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তি পেতে যাচ্ছেন সৌম্য সরকার, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। আর জাতীয় দলে সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটে খেললেও কেন্দ্রীয় চুক্তির টেস্ট ও টি টোয়েন্টি ক্যাটাগরিতে থাকছেন হাসান মাহমুদ। এবারের টি টোয়েন্টির চুক্তিতেও আসছে বদল। যেখানে যুক্ত হচ্ছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

এছাড়া এবারেরর চুক্তিতে একটি নতুন ক্যাটাগরি আনতে যাচ্ছে বোর্ড। সেখানে যেসব খেলোয়াড়রা জাতীয় দলের ভিন্ন ভিন্ন ফরম্যাটে খেলছেন অথচ জায়গা পাকা নয় তাদের জন্য এই ক্যাটাগরি। এই ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির চেয়ে কম আর জাতীয় চুক্তির চেয়ে বেশি বেতন পাবেন বলে প্রস্তাব করেছে বোর্ড।

খেলার দুনিয়া | ফলো করুন :