হঠাৎ পদত্যাগ করলেন নারী দলের প্রধান কোচ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৩:২০ পিএম | ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে অস্বস্তিতে আছে বাংলাদেশ নারী দল। সেখানে আবার কোচও ছেড়ে যাচ্ছেন তাদের। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হাসান তিলকারত্নে। অবশ্য আগেই সিদ্ধান্ত জানিয়েছিলেন যে, সম্প্রতি শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের সফর পরবর্তী সময়ে তিনি আর কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন না।

হাসানের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের ইন-চার্জ হাবিবুল বাশার। তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজের সফরের সময় হাশান আমাদের জানিয়েছিলেন যে, তিনি আর চালিয়ে যেতে ইচ্ছুক নন।’

২০২২ সালে সালের অক্টোবর মাসে বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হিসেবে বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে নিয়োগ পান হাসান তিলকারত্নে। তবে পরে সেটা সম্প্রতি শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের সফর পর্যন্ত বৃদ্ধি করা হয়। তার দায়িত্বকালে বাংলাদেশ নারী দল কিছু উল্লেখযোগ্য দ্বিপাক্ষিক সাফল্য অর্জন করেছিল, তবে বৈশ্বিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে ব্যর্থ জ্যোতিরা। তার অধীনে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করে বাংলাদেশ।

জানা গেছে বিসিবি তার সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াতে চান না। যে কারণে আগেই পদত্যাগ করার কথা জানিয়ে দেন তিলকারত্নে। এদিকে তিলকারত্নের স্থলাভিষিক্ত করতে দেশী কোচদের প্রাধান্য দিচ্ছে বোর্ড- এমনটাই জানা গেছে বিসিবি সুত্রে। যেখানে এগিয়ে আছেন নারী অনুর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ সরোয়ার ইমরান।  

বৈশ্বিক আসরে দলকে নিয়ে যেতে না পারলেও তিলকারত্নের আমলে বেশ কিছু জয় পেয়েছে বাংলাদেশের মেযেরা। যার মধ্যে ২০২৩ সালে পূর্ণ শক্তির ভারতের বিরুদ্ধে একটি ড্র এবং ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় পেয়েছি ২০২৩ সালে পূর্ণ শক্তির ভারত দলের বিরুদ্ধে একটি ড্র অর্জন এবং ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়পেয়েছিল মেয়েরা। এছাড়াও তার অধীনেই দক্ষিণ আফ্রিকায় বিপক্ষে একটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি এবং শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি-টোয়েন্টিতে জয় পেয়েছিলো বাংলাদেশের মেয়েরা।

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :